ফের গল্ফগ্রিন (Golf Green) মহিলার দেহ উদ্ধার। এবার গল্ফগ্রিন থানার কাছেই একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল গলাকাটা দেহ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত মহিলার নাম নাসিফা খাতুন (৪২)। পেশায়া রাঁধুনি ছিলেন ওই মহিলা। সাউথ সিটিতে কাজ করতেন। যদিও কে বা কারা তাঁকে খুন করেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে হোমিসাইড বিভাগের গোয়েন্দা আধিকারিকরা। পুলিশ মৃতার মাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।
মেয়ের দেহ দেখে আঁতকে ওঠেন মা
পুলিশসূত্রে খবর, নাসিফা দীর্ঘদিন ধরেই গল্ফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনীতে থাকতেন। বুধবার দুপুরের পর থেকে মেয়ের কোনও খোঁজখবর পাচ্ছিলেন না তাঁর মা। তারপরেই সন্দেহ হতে মেয়ের ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিলেন। কোনওভাবে দরজা খুলে যেতেই আঁতকে ওঠেন মহিলা। প্রতিবেশীদের ডাকা হয়, তারপরেই খবর দেওয়া পুলিশে।
ডিসেম্বরে গল্ফগ্রিনে মহিলার দেহ উদ্ধার
ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। কে বা কারা তাঁকে খুন করেছে। আততায়ীরা কখনই বা এসেছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গতবছর ডিসেম্বর মাসের ১৩ তারিখে গল্ফগ্রিনের একটি আবর্জনা স্তুপ থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল।