Tina Datta (Photo Credit: Instagram)

বড় দুর্ঘটনা টিনা দত্তের (Tina Datta) বাড়িতে। চলে গেলেন অভিনেত্রীর ঠাকুমা। প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়ছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঠাকুমার ছবি শেয়ার করে টিনা লেখেন, তাঁর হৃদয়ের এক টুকরো হারালেন তিনি। আম্মা তাঁর জীবনের হাসি, খুশি। আম্মাই তাঁর স্বর্গ। তাঁর হৃদয়ে সব সময় থেকে যাবেন আম্মা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঠাকুমার মৃত্যুর খবর শেয়ার করেন টিনা। সেখানে অভিনেত্রীর লেখা থেকে তাঁর ভগ্ন হৃদয়ের আভাস পাওয়া যায়। সোশ্যাল হ্যান্ডেলেই ঠাকুমাকে নিয়ে এক পাতা নোট লেখেন জনপ্রিয় টেলি অভিনেত্রী।

ঠাকুমার মৃত্যুতে টিনা কী লিখলেন দেখুন...

 

 

View this post on Instagram