প্রতীকী ছবি (File Photo)

মদ না খেয়ে কাজ করবে না, মালিকের সঙ্গে এই নিয়ে চলছিল বচসা। আর এরমধ্যেই কর্মীর অসভ্য আচরণে রেগে গিয়ে খুন করলেন অভিযুক্ত সনাতন সিং। জানা যাচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বইয়ের (Mumbai) নালাসোপারা এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছিল যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। তবে তদন্তে নেমে সন্দেহ হয় পুলিশের। মৃত ব্যক্তির নাম প্রবীণ কুমার ঝাঁ। সে সনাতনের ক্রেনের চালক ছিল। সম্প্রতি তাঁর কাছে একটি কাজ আসে। আর সেই কাজের জন্য প্রবীণকে চালক হিসেবে দায়িত্ব দিতে চেয়েছিল প্রবীণ।

ধাতব বস্তু দিয়ে মাথায় আঘাত

পুলিশসূত্রের খবর, সাত হাজার টাকার ওই কাজে প্রবীণকে ভালো টাকা কমিশন দেওয়ার কথা ছিল। কিন্তু সে মদ খেয়ে ক্রেন চালাবে বলে দাবি করে। আর এই নিয়ে দুপক্ষের বচসার মধ্যেই আচমকা প্রবীণের মাথায় ধাতব বস্তু দিয়ে আঘাত করে সনাতন। আর তারপরেই মৃত্যু হয় যুবকের। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সনাতনকে গ্রেফতার করেছে।

মদ খেয়ে কাজ করার শর্ত

পুলিশ জেরা করে জানতে পেরেছে, সনাতনের ক্রেনের চালক হিসেবে বিগত ১০ বছর ধরে কাজ করছিলেন প্রবীণ। আর হামেশাই মদ্যপ অবস্থায় ক্রেন চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে বসে সে। আর তাতে অনেক টাকার লোকসানও হয় সনাতনের। আর সেই কারণে অতীতে মাঝেমধ্যেই কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল প্রবীণকে। কিন্তু তাঁর স্ত্রীর অনুরোধে আবারও কাজে নেয় প্রবীণকে। মঙ্গলবার রাতে কাজের জন্যই প্রবীণকে নিয়ে গিয়েছিল সনাতন। কিন্তু মদ খেয়ে কাজ করবে এই শর্ত রেখেছিল মৃত যুবক। আর এই নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়।