Representational Image (Photo: Pixabay)

আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল দুই আসামীকে। এমন সময় আচমকাই প্রিজন ভ্যান লক্ষ্য করে হল গুলিবর্ষণ। আর সেই গুলিতেই আহত দুই পুলিশকর্মী। বুধবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরে (Islampur)। জানা যাচ্ছে, পাঞ্জিপাড়ার ইকরচলা কালীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতিদের গুলিতে আহত দুই পুলিশকর্মী। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। যদিও এই দুষ্কৃতি হামলার জেরে এক বন্দি প্রিজন ভ্যান থেকে পালিয়েছে। তবে আরেকজনকে আটক করা হয়েছে।

পুলিশসূত্রে খবর, একটি মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়ছিল। এদিন রায়গঞ্জ থানার পুলিশ প্রিজন ভ্যানে করে তাঁদের ইসলামপুর আদালতে নিয়ে আসে। শুনানি হওয়ার পর রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় গোয়ালপোখরে এলাকায় ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ঘটনাস্থলে দুষ্কৃতি হামলার সুযোগে ওই বন্দিরাও পুলিশকর্মীর বন্দুক থেকে গুলি ছোড়ে। আর তাতেই আহত হন পুলিশকর্মী দেবেন বৈশ্য ও নীলকান্ত সরকার। মোট তিন রাউন্ড গুলি লেগেছে তাঁদের গায়ে।

এই ঘটনার পরেই এক অভিযুক্ত পালিয়ে যায়। আর বাকিদের এখনও সনাক্ত করা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। অন্যদিকে আহত পুলিশকর্মীদের চিকিৎসা চলছে।