Representative Image (Photo Credit: File)

স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া। আর তার জেরে রাগের মাথায় খুন করল মদ্যপ স্বামী। তারপর দুই কন্যা সন্তানের সামনেই ঘরের মেঝের মাটি খুঁড়ে দেহ পুঁতে দিয়ে নিশ্চিন্তে ঘুমলো অভিযুক্ত। মঙ্গলবার এমনই হাড়হিম করা ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামের যদুগড়িয়া গ্রামের। বুধবার সকালে দেহ উদ্ধার করা হয়, এবং তা ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত সোম হাঁসদা গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে দুই সন্তানকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিল স্বামী

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাড়িতে থাকা একটি শাবল দিয়ে প্রথমে বছর ২৭-এর লক্ষ্মী হাঁসদার মাথায় আঘাত করা হয়। আর তাতেই মৃত্যু হয় তাঁর। সেই সময় সোম-লক্ষ্মীর বছর ছয়েকের সোনিয়া ও সাড়ে তিন বছরের রাখি নামে দুই মেয়ে ঘরেই ছিল। তাঁদের সামনেই মাটির মেঝে খুঁড়ে লক্ষ্মীর দেহ পুঁতে দেয়। তারপর তার ওপরেই দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে সোম। সকালে কাউকে কিছু বলে না অভিযুক্ত।

ছেলের অপকীর্তির কথা স্বীকার মায়ের

অন্যদিকে সোমের মা প্রশ্ন করেন বৌমা কোথায়। তার উত্তরে সে জানায় মার খেয়ে পালিয়েছে। এরপর সেভাবে সন্দেহ না হওয়ার রাতের দিকে স্থানীয়দের সন্দেহ হতে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ তল্লাশি অভিযান চালাতে গিয়ে ঘরের মেঝে দেখে তাঁদের সন্দেহ হয়। তারপর সেটা খুঁড়েই লক্ষ্মীর দেহ উদ্ধার হয়। আর তারপরেই সোমের বড় মেয়ে পুরো ঘটনার বিবরণ দেয়।