Representational Image (Photo Credit: File Photo)

কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আউশগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের। বুধবার সকালে ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে মর্মাহত হয়ে আত্মঘাতী হয় বছর ৭৮-এর লক্ষ্মীরানি ঘোষ। আচমকাই একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘাতক গাড়ির চালককে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে তদন্তকারীরা।

গাড়ির ধাক্কায় মৃত্যু বাসচালকের

জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পেশায় বাসচালক বিশ্বজিৎ। গুসকরা ১১ মাইলে তাঁর বাইকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে। গুরুতর জখম হয় তাঁর পা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই চলে তাঁর চিকিৎসা। কিন্তু বুধবার সকালে মৃত্যু হয় তাঁর।

ছেলের মৃত্যুশোকে আত্মঘাতী মা

এই খবর বাড়িতে পৌঁছতেই শোকেস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। এরমধ্যেই মৃতের মা ঘরে মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় পরিবারের বাকি সদস্যরা ডাকাডাকি শুরু করে। কিন্তু সারাশব্দ না পাওয়য়া সন্দেহ হওয়ায় দরজা ভাঙা হয়। তখনই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় লক্ষ্মীরানিকে। তারপর তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।