শীতকালে দূষণের কারণে দেখতে পাওয়া যায় ত্বকের বিভিন্ন সমস্যা। শীতকালীন দূষণের প্রভাব ত্বকের উপর পড়লেও দই দিয়ে তৈরি একটি ফেসপ্যাকের মাধ্যমে ত্বকের ময়লা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব। শীত হোক বা গ্রীষ্ম, প্রতিটি ঋতুতেই ত্বক উজ্জ্বল থাকা জরুরি। এমন পরিস্থিতিতে বিভিন্ন ধরণের সৌন্দর্য পণ্য ব্যবহার করে অনেকেই। রাসায়নিক ভিত্তিক পণ্য ব্যবহার করার কারণে অনেক সময় ত্বকের উপকার হলেও অনেক সময় এটি ত্বকের উপর বিপরীত প্রভাবও ফেলতে পারে।
ত্বক খুবই কোমল হয়, তাই ঘরোয়া প্রতিকার ব্যবহার করা ত্বকের জন্য সবচেয়ে বেশি উপকারী হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক দই হলুদের ঘরোয়া ফেসপ্যাক তৈরির পদ্ধতি। এই ফেসপ্যাকে উপস্থিত হলুদ ত্বকের জীবাণু ও ধুলো পরিষ্কার করে এবং দই ত্বকের দাগ কমানোর পাশাপাশি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ও ময়েশ্চারাইজ করে। দই হলুদের ঘরোয়া ফেসপ্যাক তৈরি করার জন্য প্রয়োজন মাত্র ২ চা চামচ দই এবং আধা চা চামচ হলুদ।
দই হলুদের ঘরোয়া ফেসপ্যাক তৈরি করার জন্য প্রথমে একটি ছোট বাটি নিয়ে তাতে দই ও হলুদ উভয় উপাদান মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি মুখের ত্বক এবং ঘাড়ের অংশে ভালো করে লাগিয়ে নিয়ে কমপক্ষে ১০ মিনিট শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এরপর একটি পরিষ্কার তোয়ালে ব্যবহার করে হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করা যেতে পারে এই ঘরোয়া ফেসপ্যাকটি।