আলোর উৎসব দীপাবলী। (Photo Credits: Unsplash)

আগামী রবিবার দেশজুড়ে পালিত হবে দিওয়ালি বা দীপাবলি (Diwali)। জানেন কী এই দিবটার তাৎপর্যের কথা? কার্তিক মাসে অমাবস্যার দিনে দীপাবলি হয়। অমাবস্যা তিথি দীপাবলি উৎসবের দ্বিতীয় দিন, কিন্তু এই দিনই মূল হিসেবে উদযাপিত হয়। এই দিন রাতে শাক্তরা শক্তি দেবী কালীর পূজা করেন। তাছাড়া এই দিনে লক্ষীপূজাও করা হয়, কথিত আছে এই দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী বরধাত্রী রূপে ভক্তের মনোকামনা পূর্ণ করেন। রামায়ণ অনুযায়ী, দীপাবলি পালনের পিছনে কারণ-শ্রী রামচন্দ্র লঙ্কার অধিপতি রাবণকে বধ করে ১৪ বছরের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন। তখন অযোধ্যাবাসীরা শ্রী রামচন্দ্রের এই দেশে ফেরার জন্য সারা রাজ্য জুড়ে একাধিক মাটির প্রদীপ বা দিয়া জ্বালিয়েছিলেন। অনেকের বিশ্বাস, দীপাবলির এই আলোকসজ্জা এবং শব্দবাজির পিছনে রামের অযোধ্যায় ফেরার উৎসবই মূল কারণ।

অসুর-অশুভ শক্তির পরাজয়, পতন-দমনের এই উৎসবকে স্মরণীয় করে রাখতে অযোধ্যার প্রজারা যেভাবে আলো আর উৎসবের আয়োজন করেছিল সেই ধারাবাহিকতায় আজও অসত্যের পরাজয় আর সত্যের জয়কে স্মরণ করতে দীপাবলীতে আলোর উৎসব হয়ে থাকে। আরও পড়ুন-বিনামূল্যে ১,৫০০টি চকোলেট বাস্কেট দিচ্ছে ক্যাডব্যারি ডেয়ারি মিল্ক! এমন মেসেজ যদি পেয়ে থাকেন জানবেন তা ভুয়ো

দীপাবলির নির্ঘণ্ট: 

লক্ষ্মী পুজো মহরত: সন্ধ্যা ৬.৪৩- রাত ৮.১৫টা

চলবে: ১ ঘণ্টা ৩২ মিনিট

প্রদোষ কাল: বিকেল ৬.৪৩ থেকে রাত ৮.১৫টা

ভৃসভা কাল: সন্ধ্যা ৬.৪৩ থেকে রাত ৮.৩৯

অমবস্যা তিথি শুরু: ২৭ অক্টোবর, দুপুর ১২.২৩ থেকে

অমবস্যা তিথি শেষ: ২৮ অক্টোবর, সকাল ৯.০৮ থেকে