নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর: মঙ্গলবারই ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারের মঞ্চে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় কংগ্রেসকে দুষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য ছিল, 'তাহলে স্বীকার করে নিন যে আপনারা সব পাকিস্তানি নাগরিককে দেশের নাগরিকত্ব দিতে রাজি আছেন।' এদিন মোদির এহেন চ্যালেঞ্জের জবাব দিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram)। এক টুইট বার্তায় তিনি বলেন, “কেন পাকিস্তানিদের আমরা নাগরিকত্ব দিতে যাব? এমন চ্যালেঞ্জের অর্থ কী? বর্তমান প্রজন্ম যুব সমাজ ও ছাত্ররা মানবদরদী, সৎ, সহিষ্ণু ও ধর্মনিরপেক্ষ। এমন সন্তোষজনক পরিস্থিতির কারণেই কী সরকার এই সব মূল্যবোধকে চ্যালেঞ্জ করছে?” টুইটারে প্রশ্ন ছুঁড়ে দিলেন চিদাম্বরম।
নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি (PM Modi) কংগ্রেস ও সহযোগীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মুসলমানদের উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। তারপর প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমি কংগ্রেস ও তার সহযোগীদের চ্যালেঞ্জ জানিয়ে বলছি যদি সাহস থাকে তাহলে পাকিস্তানিদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা কংগ্রেসকে ঘোষণা করতে হবে। একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখে ৩৭০ ধারা ফিরিয়ে আনতে হবে।” এদিকে চ্যালেঞ্জের জবাব তৎক্ষণাৎ টুইটারে বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি লেখেন, “প্রিয় মোদিজি, পাকিস্তানের নাগরিকদের প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে দয়া করে আপনার নাগরিকদের প্রতি মনোযোগ দিন। এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করুন। মনে রাখবেন ভারতের জনগণ সমস্যার সমাধানের জন্য আপনাকে নির্বাচিত করেছে। তাই জনগণের মুখোমুখি দাঁড়িয়ে তাঁদের সমস্যা সমাধানে নজর দিন।” আরও পড়ুন-Shahi Imam Syed Ahmed Bukhari: ‘প্রতিবাদ আমাদের গণতান্ত্রিক অধিকার কেউ জোর করে তা কাড়তে পারে না’, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরব দিল্লির শাহি ইমাম বুখারি
Why should we give citizenship to people who are already citizens of Pakistan? What is the meaning of such challenges to the Opposition?
— P. Chidambaram (@PChidambaram_IN) December 18, 2019
Dear Modiji
Instead of being obsessed with the citizens of Pakistan please turn your attention to the citizens of Indian and try and address their problems.
Remember the people of India elected you to solve the problems confronting our citizens .
— Kapil Sibal (@KapilSibal) December 18, 2019
নতুন সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯ অনুযায়ী ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যত অমুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্ম রক্ষার্থে ভারতে চলে এলেছেন, তাঁদের নাগরিকত্ব দেবে সরকার। এই আইনের বিরোধিতা করে বাংলা, অসম, ত্রিপুরা, দিল্লিতে প্রতিবাদের আগুন। প্রতিদিন চলছে বিক্ষোভ সমাবেশ। পথে নেমে পড়েছে ছাত্রদল। জামিয়া মিলিয়া ইসলামিয়ার (Jamia Millia Islamia University) পাশে দাঁড়াতে আলিগড়, জেএনইউ, হায়দরাবাদ, কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, পাটনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে পড়েছে।