Ganga.jpg (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ গঙ্গা-পদ্মা জলবণ্টন চুক্তি(Ganga-Padma Water Sharing Agreement) পর্যালোচনায় পাঁচদিনের সফরে কলকাতায়(Kolkata) এল ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দল। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রেখেছে বাংলাদেশের (Bangladesh) সেচ মন্ত্রকের ৭ সদস্যের প্রতিনিধি দল। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সংবাদমাধ্যমের মুখমুখি হন বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের সদস্য মহম্মদ আব্দুল হোসেন। ভারত সফর নিয়ে তিনি বলেন, "এটা একটা নিয়মিত বৈঠক। প্রতিবছরই হয়। প্রতিবছরই আমরা ফারাক্কা পরিদর্শন করি। এটি একটি সাধারণ বৈঠক হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ কোনও আলোচনা নেই।" এই পাঁচদিনের সফরে কলকাতার পর ফারাক্কায় যাওয়ার কথা রয়েছে তাঁদের। গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত জলের পরিমাণ ও অবস্থা খতিয়ে দেখবে এই বিশেষ দল। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। আগামী ৭ মার্চ কলকাতার একটি পাঁচতারা হোটেলে আলোচনায় বসবেন দুই দেশের প্রতিনিধিরা। প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এইচ ডি দেবে গৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল গঙ্গা জল চুক্তি । চুক্তিটি ৩০ বছরের জন্য কার্যকর ছিল এবং ২০২৬ সালের ১২ ডিসেম্বর এর মেয়াদ শেষ হবে। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর উভয় দেশ গঙ্গার প্রবাহ ও বণ্টন নিয়ে নিয়মিত বৈঠকে বসে। এই চুক্তি নিয়ে বিভিন্ন সময় পর্যাপ্ত জল না পাওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের পাল্টা দাবি, জলপ্রবাহের ওঠানামার কারণে সমস্যা দেখা দিচ্ছে। এই বৈঠকে এই সমস্ত বিষয়ে আলোচনার কথা রয়েছে বলে সূত্রের খবর।

গঙ্গা-পদ্মা জলবণ্টন চুক্তি সংক্রান্ত বৈঠকে যোগ দিতে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধিদল