নয়াদিল্লি: হিন্দু পক্ষের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi mosque) এএসআইয়ের (Archaeological Survey of India) বিজ্ঞানভিত্তিক জরিপে (scientific survey) সায় দিয়েছিল। এরপর বৃহস্পতিবারই এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি।
এএসআইয়ের সার্ভের উপর স্থগিতাদেশ (stay) জারির আবেদন জানায়। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট শুক্রবার এই মামলারটি শুনানি করবে বলে জানায়। আর শুক্রবার উভয়পক্ষের বক্তব্য শোনার পর স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। পরিষ্কার জানিয়ে দিল জ্ঞানবাপী মসজিদে এএসআইয়ের বিজ্ঞানভিত্তিক সার্ভের ফলে কোনও ক্ষতি (damage) হওয়ার সম্ভাবনা নেই। তাই তারা এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করবে না।
Supreme Court declines to stay the scientific survey by the Archaeological Survey of India (ASI) of the Gyanvapi mosque premises.
Supreme Court says that ASI has clarified that the entire survey would be completed without any excavation and without causing any damage to the… pic.twitter.com/Q2lF2uOkRD
— ANI (@ANI) August 4, 2023
এপ্রসঙ্গে আদালতের তরফে জানানো হয়, এএসআইয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে মসজিদ চত্বরে সম্পূর্ণ জরিপটি হবে কোনওরকম খোঁড়াখুঁড়ি ছাড়াই (excavation) এবং বর্তমান কাঠামোর কোনও ক্ষতি না করেই পুরো বিষয়টি সম্পন্ন করা হবে। বিজ্ঞানভিত্তিক জরিপের কাজটি পুরোপুরি আক্রমণাত্মক পদ্ধতি ছাড়াই (non-invasive methodology) সম্পন্ন করা হবে। এএসআইকে খনন না করার বিষয়ে এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে আমরা তাই বহাল রাখছি।
Supreme Court says the entire process of scientific survey shall be concluded with non-invasive methodology.
We reiterate the direction of the High Court that there shall be no excavation, says Supreme Court.
— ANI (@ANI) August 4, 2023
সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন বলেন, "জরিপ চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই জরিপের ফলে কোনও খনন হবে না এবং বিল্ডিংয়ের কোনও ক্ষতিও হবে না।" আরও পড়ুন: Rahul Gandhi Defamation Case: সংসদে ফিরছেন ওয়ানাড়ের সাংসদ! সুপ্রিমে সাজা স্থগিতের পর কী বললেন রাহুল গান্ধী
দেখুন ভিডিয়ো:
#WATCH | "The court order is that the survey will continue. There will be no excavation or damage to the building. The survey exercise will be conducted without any damage to the building..," says Advocate Vishnu Shankar Jain, representing the Hindu side in Gyanvapi survey case https://t.co/Mm1ZGcU0cC pic.twitter.com/X7OzA9ezUS
— ANI (@ANI) August 4, 2023