প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

অয্যোধ্যা: গত মাসে ট্রেনের মধ্যে এক মহিলা কন্সটবলের উপর নৃশংসভাবে হামলা চালায় কিছু দুষ্কৃতী। শুক্রবার অযোধ্যায় পুলিশের এনকাউন্টারে (Encounter) দুষ্কৃতীদের মধ্যে একজন নিহত হয়েছে। এনকাউন্টারের সময় অন্য দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে, বর্তমানে তারা চিকিৎসাধীন। সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশ এবং লখনউ স্পেশাল টাস্ক ফোর্স (Uttar Pradesh Police and Lucknow Special Task Force) -এর একটি যৌথ দল শুক্রবার ইনায়াত নগর এলাকায় এনকাউন্টার করে। এনকাউন্টারের সময় অনিশ নামে অভিযুক্তকে গুলি করে হত্যা করা হয়।

দেখুন 

রেলওয়ে পুলিশ সূত্রে খবর, গত ৩০ আগস্ট অযোধ্যা স্টেশনে সর্যু এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে রক্তাক্ত অবস্থায় মহিলা কনস্টেবলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখ ও মাথার আঘাতের চিন্ন ছিল। তাঁকে লখনউয়ের কেজিএমসি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর ওই কন্সটবলের অবস্থা এখন আশঙ্কাজনক।