Loksabha Election 2024: 'দেশ কি শরিয়া আইন মেনে চলবে?' রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহর
Rahul Gandhi, Amit Shah (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ২৬ এপ্রিল: ভারতবর্ষ (India) কি তাহলে শরিয়া আইন মেনে চলবে? দ্বিতীয় দফার নির্বাচনের  মাঝে এবার এভাবে রাহুল গান্ধীকে কটাক্ষ (Rahul Gandhi) করলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেস নেতারা সারা ভারতে শরিয়া আইন প্রয়োগ করতে চান। শুধু তাই নয়, কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করেছে, সেখানে ধর্মীয় ব্যক্তিগত আইন বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও দাবি করেন অমিত শাহ। কংগ্রেসকে আক্রমণ করে শাহ বলেন, 'আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, ধর্মের ভিত্তিতে দেশের আইন তৈরি করা যায় না।'

আরও পড়ুন: Loksabha Election 2024: 'বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আপনার জমি দিয়ে বসিয়েছে তৃণমূল', আক্রমণ মোদীর

শাহের কথায়, ভোটাররা এমন একটি রাজনৈতিক দলকে সমর্থন করুন যারা নিরাপদ, সমৃদ্ধ দেশ এবং গরীবের কল্যাণের জন্য কাজ করতে পারে। কংগ্রেসের যে ইস্তাহার তা প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষের বিজেপির উপর ঝোঁক আরও বেড়েছে বলে দাবি করেন শাহ। তিনি বলেন, নিজেদের ইস্তাহারে কংগ্রেস তাদের নিজেদের তুষ্টিকরণের অভ্যেসকে পুনরাবৃত্তি করেছে বলে অভিযোগ করেন অমিত শাহ।