সারা বিশ্বের মানুষ প্রাধান্য দেয় ডাক্তার, ইঞ্জিনিয়ারদের। কিন্তু প্রথমেই কেউ পেশা হিসেবে নার্সিং বেছে নেন না। করোনা মহামারী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যখন কোনও ওষুধ কাজ করে না তখন কাজ করে শুধু সেবা। সেই সময় সেবার মাধ্যমে অগুনতি মানুষের জীবন বাঁচিয়েছিলেন নার্সরা। এই করোনা মহামারীর পর সারা বিশ্বে দ্রুত চাহিদা বাড়তে শুরু করে নার্সের। চিকিৎসকদের কাঁধে কাঁধ মিলিয়ে রোগীদের চিকিৎসা করেন নার্সরা। তাই চিকিৎসকদের থেকে কোনও অংশে কম নয় একজন নার্স।
১৯৬৫ সালের ১২মে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস প্রথমবার পালন করে আন্তর্জাতিক নার্স দিবস। তারপর থেকে প্রতি বছর সমাজসেবিকা ও নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে পালিত হয়ে আসছে দিনটি।প্রতিটি দেশ নিজের নিজের মত করে পালন করে এই দিনটি।
নার্সদের অবদানকে স্মরণ করে তাদের প্রতি সম্মান জানানোর জন্য রইল 'আন্তর্জাতিক নার্স দিবস'এর শুভেচ্ছা বার্তা।