Loksabha Election (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৩ মে: সোমবার সকাল থেকে চতুর্থ দফার ভোট (Loksabha Election) শুরু হয়েছে। চতুর্থ দফায় সকাল ৯টা পর্যন্ত ১০.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে খবর। যার মধ্যে পশ্চিমবঙ্গে (West Bengal) সবচেয়ে বেশি ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ১৫.২৪ শতাংশ। উত্তরপ্রদেশে পড়েছে ১১.৬৭ শতাংশ। পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের পাশাপাশি বেশি ভোটের শতাংশে এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশও। এই রাজ্যে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৯৭ শতাংশ। ঝাড়খণ্ডে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১১.৭৮ শতাংশ। বিহারে পড়েছে ১০.১৮ শতাংশ। তেলাঙ্গানায় ভোট পড়েছে ৯.৫১ শতাংশ ভোট। অন্ধ্রপ্রদেশে এই পরিসংখ্যান ৯.০৫ শতাংশ। জম্মু কাশ্মীরেও চতুর্থ দফায় ভোট হচ্ছে। উপত্যকায় আজ সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৫.০৭ শতাংশ। ওড়িশায় ভোট পড়েছে ৯.২৩ শতাংশ। সবকিছু মিলিয়ে তৃতীয় দফার মত চতুর্থ দফাতেও পশ্চমবঙ্গেই সবচেয়ে বেশি ভোট পড়তে শুরু করেছ।

দেখুন ট্যুইট...

 

প্রসঙ্গত চতুর্থ দফায় আজ পশ্চিমবঙ্গে ভাগ্য নির্ধারণ হচ্ছে অধীর চৌধুরী, মহুয়া মৈত্রদের মত হেভিওয়েটদের। অধীর চৌধুরীর বহরমপুরের পাশাপাশি কৃষ্ণনগরে এবার মহুয়া মৈত্র বিজেপি প্রার্থী অমৃতা রায়কে পিছনে ফেলে দেন না এগিয়ে যান, সেদিকেই তাকিয়ে মানুষ।

অন্যদিকে আজ লোকসভার পাশাপাশি বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশে যে উপনির্বাচন শুরু হয়েছে, সেখান ভোট পড়েছে ৯.২১ শতাংশ।ওড়িশায় বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে ৯.২৫ শতাংশ হারে।