Wayanad Election Result: মা সনিয়া গান্ধী (Sonia Gandhi) রাজ্যসভার সাংসদ। দাদা রাহুল গান্ধী (Rahul Gandhi) লোকসভার বিরোধী দলনেতা। সেই পথ অনুসরণ করেই কেরলের ওয়েনাড় (Wayanad) আসনে উপনির্বাচনের প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi)। প্রথম ইনিংসেই প্রিয়াঙ্কার ব্যাটে ছক্কা। বিজেপি প্রার্থী নব্যা হরিদাস এবং বাম প্রার্থী ত্যান মাকেরিকে ভোকাট্টা করে ওয়েনাড় আসনটি নিজের দখলে নিলেন সনিয়া কন্যা। ব্যাপক মার্জিনে জয় পেয়ে এবার সংসদে পা রাখবেন তিনি।
প্রথম ভোটেই বাজিমাত প্রিয়াঙ্কার (Priyanka Gandhi)। দাদা রাহুল গান্ধীকেও টপকে গেলেন তিনি। কেরলের ওয়েনাড় (Wayanad Election Result) আসন থেকে উপনির্বাচনে ৪ লক্ষের বেশি ভোটে এগিয়ে জয় পেয়েছেন রাজীব তনয়া। এই আসন থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে জিতেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিলেন তিনি। সেবার ওয়েনাড়ের পাশাপাশি রায়বরেলি আসনেও জয়ী হন রাহুল। ফলে একটি আসন তাঁকে ছাড়তেই হত। রায়বরেলি নিজের কাছে রেখে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন তিনি। রাহুলের ছেড়ে যাওয়া আসনে রাহুলকেই পিছনে ফেলে দিলেন বোন। দাদা রাহুলের জয়ের মার্জিন পার করে ৪ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে নিকটবর্তী প্রার্থী বিজেপি নব্যা হরিদাস এবং বামের সত্যান মাকেরিকে ধরাশায়ী করেছেন বোন প্রিয়াঙ্কা।
ওয়েনাড়ের উপনির্বাচনের (Wayanad Election) হাত ধরেই ভোটের রাজনীতিতে অভিষেক করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটের গণনা। অল্প সময়ের মধ্যেই তেড়ে বাড়তে থাকে প্রিয়াঙ্কার সঙ্গে বিরোধীদের ভোটের ব্যবধান। জীবনের প্রথম ভোট। আর তাতেই এমন ঐতিহাসিক জয়। গান্ধী পরিবারের তিন মূর্তিকে এবার দেখা যাবে সংসদে। এমন অভূতপূর্ব জয় এবং তাঁর উপর বিশ্বাস রাখার জন্যে ওয়েনাড়বাসীকে ধন্যবাদ জানালেন সদ্য জয়ী কংগ্রেস প্রার্থী। ভোটারদের ভরসা দিয়ে বললেন, 'সংসদে আপনাদের কণ্ঠস্বর হব আমি'।