সিসিটিভি ফুটেজের ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয়েছে একটি ভিডিয়ো(Video)। যাতে দেখা যাচ্ছে, একটি গাড়ির সঙ্গে একজন বৃদ্ধকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেরলের(Kerala) ওয়ানাডের(Wayanad) কুডাল কাদাভু চেক বাঁধের কাছে। দু'দল পর্যটকের ঝামেলায় জড়িয়ে পড়েন মাথান নামে এক আদিবাসী ব্যক্তি। বয়স ৪৯। অন্যায়ের প্রতিবাদ করে এক দল পর্যটকের পক্ষ নিলে আরেক দল তাঁকে গাড়ির সঙ্গে টানতে টানতে প্রায় ১ কিলোমিটার রাস্তা নিয়ে যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাথান। এরপর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই গাড়িতে থাকা চার যুবকের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু'জনের খোঁজ চলছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাথানের প্রতি এই অবিচার দেখে রেগে আগুন নেটিজেনদের একাংশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা।

আদিবাসী ব্যক্তিকে গাড়ির চাকার সঙ্গে টেনে নিয়ে গেল ৪ ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো