Katrina Kaif: ক্যাটরিনা-ভিকির পরিবারে নতুন সদস্য! অনুষ্কার মত লন্ডনে সন্তানের জন্ম দেবেন নায়িকা!
Katrina Kaif and Vicky Kaushal (Photo Credits: Instagram)

রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সেপ্টেম্বরেই ভূমিষ্ঠ হতে চলেছে 'দীপবীর'এর প্রথম সন্তান। দীপিকার (Deepika Padukone) পর এবার বলি পাড়ার আরও এক সুন্দরী নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছে। জানা যাচ্ছে, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ক্যাট-ভিকির পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

সুদূর লন্ডন থেকে ভিকি (Vicky Kaushal) পত্নীর একটি ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে নেটাগরিকদের দাবি, অন্তঃসত্ত্বা ক্যাটরিনা লং কোর্টের সাহায্যে নিজের 'বেবি বাম্প' (Baby Bump) লুকিয়ে রেখেছেন। ছবিতে নায়িকার চোখে মুখে মাতৃত্বের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে বলেও দাবি নেটবাসীর। এর আগে একাধিকবার ক্যাটের গর্ভবতী হওয়ার গুঞ্জন ছড়ালেও এইবার কিছুটা নিশ্চিত ভক্তকুল। সেই নিশ্চয়তা জগালেন স্বামী তথা অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। শুক্রবার সকাল সকাল মুম্বই বিমানবন্দরে দেখা মেলে ভিকির। লন্ডনে স্ত্রী ক্যাটরিনার কাছেই তিনি যাচ্ছেন বলে খবর।

গত ফেব্রুয়ারিতেই লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাট (Virat Kohli) পত্নীর মত ক্যাটরিনাও লন্ডনে তাঁর প্রথম সন্তানকে ভূমিষ্ঠ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। যদিও নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে দম্পতির তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

লন্ডন থেকে ভাইরাল ক্যাটরিনার ছবি...

কাজের প্রসঙ্গে, হাতে একগুচ্ছ ছবি রয়েছে অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal)। করণ জোহারের (Karan Johar) প্রযোজনায় 'ব্যাড নিউজ' ছবিতে তৃপ্তি দিমরির (Tripti Dimri) সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি। রশ্মিকা মন্দনার সঙ্গে আরও একটি ছবিতে কাজ করছেন তিনি। এছাড়া সঞ্জয় লীলা ভনসালির আসন্ন ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'এ অভিনয় করবেন ভিকি। অন্যদিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবন পরিচালিত 'মেরি ক্রিস্টমাস' ছবিতে (M)erry Christmas)। দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির (Vijay Sethupathi) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।