দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় (Solar Storm) শুক্রবার পৃথিবীতে আঘাত হানার সময় রাশিয়া, ইউক্রেন, জার্মানি, স্লোভেনিয়া, ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য অংশে দারুণ অরোরা দেখা যায়। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (NOAA) স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য থেকে প্লাজমা ও চৌম্বকীয় ক্ষেত্র বিতাড়ন পরে এটি একটি চরম ভূ-চৌম্বকীয় ঝড়ে পরিণত হয়। ২০০৩ সালের অক্টোবরের তথাকথিত 'হ্যালোইন ঝড়' (Halloween Storms)-এর ফলে সুইডেনে ব্ল্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকার বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্থ হওয়ার পরে এই ঘটনা প্রথম। সংস্থাটি জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও বেশ কয়েকটি করোনাল মাস ইজেকশন (সিএমই) পৃথিবীতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতি ছাড়াও সারা উত্তর ইউরোপ ও অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়া বেগুনি-লাল সুন্দর অরোরায় মুগ্ধ নেটিজেনরা। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সেই ছবি। Las Vegas Alien: আসল অ্যালিয়েন! লাস ভেগাসে দেখা মিলল রহস্যময় প্রাণীর, দাবি বিশেষজ্ঞদের...
দেখুন ছবি
JUST IN - Aurora spotted over Russia, Ukraine, Germany, Slovenia, Australia and New Zealand etc due to intense solar storm pic.twitter.com/OSZyLtO7Q5
— Insider Paper (@TheInsiderPaper) May 10, 2024
এদিকে, কর্তৃপক্ষ স্যাটেলাইট অপারেটর, বিমান সংস্থা এবং পাওয়ার গ্রিডকে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনের কারণে সম্ভাব্য বিপদের জন্য সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে সূর্যে একটি বিশাল সানস্পট ক্লাস্টার থেকে এটির জন্ম যা আমাদের গ্রহের চেয়ে ১৭ গুণ বেশি প্রশস্ত। মহাকাশ পদার্থবিজ্ঞানের অধ্যাপক ম্যাথিউ ওয়েনস এএফপিকে বলেন, যদিও গ্রহটির উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এর প্রভাব বেশিরভাগই অনুভূত হবে, তবে সেটা কতদূর প্রসারিত হবে তা নির্ভর করবে ঝড়ের চূড়ান্ত শক্তির উপর।
The Northern Lights were visible to millions following a massive geomagnetic storm. pic.twitter.com/FXpGqzzwvu
— Pop Crave (@PopCrave) May 11, 2024