২০২৪ সালের ১০ মে থেকে শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রা। গোটা বিশ্বের ভক্তরা এই সময় দর্শনের পরিকল্পনা করে কেদারনাথ ও বদ্রীনাথ। কিন্তু সময়ের অভাবে অনেকের ইচ্ছা পূরণ হয় না। বর্তমানে এই সময়ের অভাবের জন্য হেলিকপ্টারের মাধ্যমে করা হচ্ছে যাত্রা। তবে এমন অনেকেই রয়েছে যারা এই সম্বন্ধে কোনও তথ্য সঠিক ভাবে জানে না। চলুন জেনে নেওয়া যাক হেলিকপ্টারে বদ্রীনাথ, কেদারনাথ যাওয়ার খরচ সহ বিস্তারিত।
হেলিকপ্টারের মাধ্যমে যাত্রা ও দর্শন করার জন্য সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট গাউচর থেকে বদ্রীনাথের জন্য খরচ হবে ৩৯৭০ টাকা। হেলিকপ্টারের মাধ্যমে কেদারনাথ যাওয়ার জন্য ফাটা থেকে খরচ হবে ৫৫০০ টাকা এবং গুপ্তকাশী থেকে কেদারনাথে যাওয়ার জন্য খরচ হবে ৭৭৪০ টাকা। এই চার্জগুলির মধ্যে GST বা IRCTC ফি অন্তর্ভুক্ত থাকবে না৷ GST বা IRCTC ফি আলাদাভাবে দিতে হবে।
হেলিকপ্টারের মাধ্যমে কেদারনাথ এবং বদ্রীনাথে যাওয়ার জন্য IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে হবে টিকিট। IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হল http://heliyatra.irctc.co.in । চারধাম যাত্রা শুরু হওয়ার পর প্রথম ১৫ দিনের জন্য সমস্ত তীর্থস্থানগুলিতে নিষিদ্ধ করা হয়েছে ভিআইপি দর্শন।