
ছুটি পেলেই মন চায় কোথাও ঘুরে আসতে, ঘোরার জায়গায় অনেক আছে। তবে পকেট ফ্রেন্ডলি হওয়া প্রয়োজন। তাই কাছে পিঠে কম বাজেটে ঘোরার এক অন্যতম জায়গা অরুণাচল প্রদেশের তাওয়াং। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অরুণাচল প্রদেশ। আর তার মধ্যেই একেবারে মন ভোলানো জায়গা তাওয়াং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। একটি ছোট্ট শহর। প্রকৃতি ও ধর্মীয় সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণ।
তাওয়াংয়ের প্রধান আকর্ষণ হলো তাওয়াং মনাস্ট্রি । এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ গুম্ফা। ১৭শ শতকে নির্মিত এই মনাস্ট্রির স্থাপত্য, সোনালী বুদ্ধমূর্তি ও প্রাচীন থাংকা চিত্রকর্ম মনমুগ্ধকর। যারা ভ্রমণের সঙ্গে আধ্যাত্মিক শান্তি পেতে চান তারা অবশ্যই বেছে নিতে পারেন এই জায়গাটি।
প্রকৃতির অপরূপ শোভা রয়েছে। পাহাড়ি নদী, ঝরনা, হিমশীতল হাওয়া এবং বরফে ঢাকা পথ। এখানে রয়েছে বেশ কয়েকটি জলপ্রপাত। সেলা পাস, মাধুরি লেক, নুরানাং জলপ্রপাতের মতো স্থানগুলো ভ্রমণপিপাসুদের মন ভরিয়ে দেয়। এছাড়াও স্থানীয় মনপা জনগোষ্ঠীর জীবনধারা, তাদের পোশাক, খাবার ও লোকসংস্কৃতি দেখা যাবে এখানে গেলে। তাওয়াং ভ্রমণ মানেই শুধু প্রকৃতি দেখা নয়, বরং এক ভিন্ন সাংস্কৃতিকর সঙ্গে পরিচয় হওয়া।
পাহাড়ি রাস্তা। তাই একটু ধৈর্য সহকারে পৌঁছাতে হয়। আবহাওয়ার অনেক সময় বিরূপ হয়। সেটাকে অতিক্রম করতে হবে।