বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের যজ্ঞ লোকসভা নির্বাচনে সামিল হচ্ছেন ভারতের সব প্রান্তের, সব ধর্ম-বর্ণের মানুষ। কাশ্মীর থেকে কন্য়াকুমারী এক হয়ে যাচ্ছে আঙুল ভোটের ছাপের কালিতে। ৯৭ কোটি নথিভুক্তি ভোটাররা চলতি লোকসভা ভোটে ভোটাধিকার করার সুযোগ পাচ্ছেন। সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনে দেখা গেল দারুণ এক ছবি। মহারাষ্ট্রের মত রাজ্যে, বেঙ্গালুরুর মধ্যে শহরে তরুণ-তরুণদীর ভোট দেওয়া নিয়ে সেবাবে আগ্রহ না দেখা গেলেও, ওডিশার গোপালপুরে এক বুথে ১০৮ বছরের বৃদ্ধা হুইলচেয়ার বসে ভোট দিতে এলেন। সেই বৃদ্ধার ৬৫ বছরের ছেলে হুইলচেয়ার ঠেলে মা-কে ভোট দিতে নিয়ে এলেন।

১০৮ বছরের সেই মহিলা ভোটারের নাম রুকনা বেহরা। তাঁর ভোটার আইডি কার্ডে সাফ লেখা, জন্ম সাল- ১৯১৬। সেই বৃদ্ধার বাড়ি গাঞ্জম জেলার সিন্ধে গ্রামে। কথা বলার ক্ষমতা হারিয়েছেন, নিজের পা দাঁড়াতেও পারেন না। কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ তিনি করবেন বলে ছেলেকে বুথে নিয়ে এসেছেন।

দেখুন ভিডিয়ো

তাঁর ছেলে জানালেন, মা সকাল থেকেই ভোট দিতে যাবে বলে আকারে ইঙ্গিতে বোঝাচ্ছিল। যত কষ্টই হোক মা ঠিক ভোট দেবেই। গতবার আরও অসুস্থ শরীর নিয়ে তিনি ভোট দিয়েছিলেন বলে সেই ১০৮ বছরের বৃদ্ধার ছেলে জানালেন।