One Nation One Election Photo Credit: Twitter@Indian_Analyzer

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বাংলার আট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। বেলা বাড়তেই উত্তপ্ত চতুর্থ দফার ভোট চিত্র। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দুর্গাপুরের তুল্লা বাজার এলাকায় দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে চলতে থাকে ইটবৃষ্টি,  এছাড়া ছাপ্পা, বুথ জ্যাম, ভোটারদের বাধার মত ঘটনার মধ্যে চলছে ভোটদান পর্ব। দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৫১.৮৭ শতাংশ। রাজ্যে আট কেন্দ্রের কোথায় কত ভোট পড়ল? দেখে নিন দুপুরের ভোটের হার।

চতুর্থ দফার নির্বাচনে আটটি লোকসভা কেন্দ্রের দুপুর ১ টা পর্যন্ত ভোটের শতাংশ জানালো নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, আটটি লোকসভা কেন্দ্রে প্রাপ্ত ভোটের হার হল- বহরমপুর- ৫২.২৭%

বোলপুর- ৫৪.৮১%

বীরভূম- ৪৯.৬৩%

কৃষ্ণনগর- ৪৯.৭২%

আসানসোল- ৪৯.৫৫%

রানাঘাট- ৫২.৭০%

পূর্ব বর্ধমান- ৫৫.৮৭%

বর্ধমান-দুর্গাপুর- ৫০.৩০%