২৯ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয় ব্রাজিলের রিও গ্রান্ডে ডো সুল। বন্যা সংকটে আটকে পড়ে রাজ্যের ৪১৪টি শহর। বন্যা কবলিত শহরগুলোতে আটকে পড়া মানুষদের কাছে পানীয় জল পর্যন্ত ছিল না। অনেক জায়গায় ব্যাহত হয় ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা। বন্যায় প্রায় ১ লক্ষ বাড়ি আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।
ব্রাজিলের এক এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় বন্যা কবলিত এলাকার এক ছাদে আটকে রয়েছে অসহায় ঘোড়া। ভিডিওতে দেখতে পাওয়া যায় চারিদিকে জলে ভর্তি, বাড়ি ঘর ডুবে গিয়েছে সেই জলে। এমনই এক জলে ডুবে থাকা বাড়ির ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে একটি ঘোড়া। সেখান থেকে বেরোনোর কোনও পথ খুঁজে পাচ্ছে না ওই ঘোড়াটি।