গত শুক্রবার একটি মর্মান্তিক ঘটনা ঘটল লস এঞ্জেলসে (Los Angeles)। একটি দৃষ্টিহীন ব্যক্তি লিফটের দরজা খুলে চারতলা থেকে পড়ে গেলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, ওই ব্যক্তিটি লিফটে ওঠার জন্য প্রথমে সুইচ টেপে। স্বাভাবিকভাবেই যতক্ষণ না লিফট আসে ততক্ষণ দরজা খোলে না। কিন্তু এদিন লিফট আসার আগেই দরজা খুলে যায়। চোখে দৃষ্টিশক্তি না থাকার কারণে ওই ব্যক্তি পা বাড়াতেই সোজা চারতলা থেকে নীচে পড়ে যায়। আর এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় সোশ্যাল মিডিয়ায়

ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির থেকে কিছুটা দূরেই বিল্ডিংয়ের এক কর্মচারী কাজ করছিলেন। কিন্তু সে যেহেতু উল্টোদিকে তাকিয়ে ছিলেন, তাই তাঁর কিছু বোধগম্য হওয়ার আগেই ঘটনাটি ঘটে যায়। জানা যাচ্ছে, লস এঞ্জেলসে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের থাকার জন্য তৈরি হওয়া ছোটো ছোটো হোটেলগুলিতে সেভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে একাধিক সমস্যার সম্মুখীন হয় বাসিন্দারা। এদিন ম্যাডিসন হোটেলেও সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন অনেকে।

এক আবাসিকের অভিযোগ তিনি ১২ বছর ধরে এই হোটেলে রয়েছেন। এরা রক্ষণাবেক্ষণের জন্য ধার্য করা টাকা প্রতি মাসে নেন। কিন্তু কোনও মেরামতির কাজ করে না। লিফটের সমস্যা দীর্ঘদিন ধরে থাকলেও হোটেলের ম্যানেজমেন্ট কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। শুধুমাত্র রাস্তার পাশে এই হোটেলটি রয়েছে বলে সকলে এখানে থাকতে আসে বলে দাবি করেন ওই মহিলা।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)