ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024) এর ৬২ তম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস (RCB বনাম DC)। দুটি দলের কাছেই ছিল এটি 'ডু অর ডাই' ম্যাচ। তবে  দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়ে  প্লে-অফের দৌড়ে টিকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অস্থায়ী অধিনায়ক অক্ষর প্যাটেল। টসে হেরে প্রথমে ব্যাট করতে আসা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৭ রান করে। ব্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রজত পাতিদার। দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন খলিল আহমেদ ও রাসিখ দার সালাম।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৯.১  ওভারে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের হয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর প্যাটেল সর্বোচ্চ ৫৭ রান করেন।তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়ে মিডল অর্ডার ভেঙে দেন যশ দয়াল। তাঁর বলে উইকেট ছুঁড়ে দেন অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।