নয়াদিল্লি: সমকামী বিবাহের (same-sex marriage) বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন (application) জমা দিল জমিয়তে উলামায়ে হিন্দও (Jamiat Ulama-i-Hind)। শনিবার এই বিষয়টির বিরোধিতা করে সুপ্রিম কোর্ট যেন সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি না দেয় তারও আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফে।
এই বিষয়ে জমিয়তে উলামায়ে হিন্দের তরফে উল্লেখ করা হয়, সমকামী বিবাহের ধারণা পারিবারিক পরিকাঠামো (family system) ও সম্পর্কে আঘাত হানবে। মুসলিম সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী, বিয়ে হল একজন পুরুষের সঙ্গে মহিলার পবিত্র বন্ধনের বিষয়। কিন্তু, বিশ্বের কিছু জায়গায় স্বীকৃত সমকামী বিয়ের প্রচলন থাকলে ভারতে তা চালু হলে এখানকার সামাজিক পরিকাঠামো ধ্বংস হয়ে যাবে। যা কখনই কাম্য নয়।
এর আগে সমকামী বিয়ের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রায় একই দাবি করা হয়েছিল ভারত সরকারের তরফে। গত ১২ মার্চ সুপ্রিম কোর্টে দায়ের করা এক পিটিশনে সরকার জানিয়েছিল, তারা সমকামী বিয়ের বিরুদ্ধে। একই সঙ্গে সরকার আদালতের কাছে আবেদন করে সমকামী বিয়ে বৈধ করার পক্ষে এলজিবিটি যুগলদের পক্ষ থেকে যেসব আবেদন করা হয়েছে সেগুলো যেন খারিজ করে দেওয়া হয়।
ওই পিটিশনে আইন মন্ত্রকের তরফে বলা হয়েছিল, "আমরা বিশ্বাস করি ভারতীয় সমাজে নানা ধরনের সম্পর্ক বিদ্যমান। এর মধ্যে বিপরীত লিঙ্গের মানুষদের মধ্যের সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হয় বিয়ের মাধ্যমে এবং রাষ্ট্রের এই অবস্থা বজায় রাখার পক্ষে যুক্তিসঙ্গত এবং বৈধ স্বার্থ রয়েছে। ভারতীয় সমাজের পরিবার, স্বামী, স্ত্রী এবং সন্তানের যে ধারণা তার সঙ্গে সমকামী মানুষদের একসঙ্গে থাকা এবং যৌন সম্পর্কের যে ধারণার কোনও তুলনাই হয় না।" আরও পড়ুন: পার্কিং নিয়ে গণ্ডগোলের জেরে ক্যাব চালককে বেধড়ক মারধর বেসরকারি নিরাপত্তারক্ষীদের, মুম্বই বিমানবন্দরের ভিডিয়ো
Concept of same-sex marriage will attack family system. Among Muslims, marriage is a sacred contract leading to the union of a biological man and a biological woman. Invoking principle of constitutional morality to justify same-sex marriage based on the fact that in some parts of…
— ANI (@ANI) April 1, 2023
Jamiat Ulama-I-Hind moves intervening application in Supreme Court in the matter pertaining to legal recognition of same-sex marriage: Jamiat Ulama-I-Hind
— ANI (@ANI) April 1, 2023