Jalees Ansari Alias Dr Bomb Missing: ৯৩-এর মুম্বই বিস্ফোরণের চক্রী জালিস আনসারি ওরফে ডক্টর বোম্ব নিখোঁজ, মিসিং ডায়েরি করল পরিবার
মুম্বই পুলিশ(Photo Credits: PTI)

মুম্বই, ১৭ জানুয়ারি: প্যারোলে থাকার সময় নিখোঁজ হয়ে গেল ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলার অন্যতম আসামী জালিস আনসারি (Jalees Ansari)। যে ডক্টর বম্ব (Dr Bomb) নামেই সবিশেষ পরিচিত। বৃহস্পতিবার সকালে জালিসের পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই মুম্বই পুলিশে ও মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার তরফে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জালিস আনসারির নাম ডক্টর বম্ব হওয়ার পিছনেও রয়েছে বড়সড় কারণ, দেশজুড়ে যত বড় বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুলিশের সন্দেহ তার বেশিরভাগ ক্ষেত্রেই জালিসের জড়িত থাকার প্রমাণ মিলেছে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আনসারিকে রাজস্থানের আসমেঢ় সেন্ট্রাল জেলে রাখা হয়। গত ডিসেম্বরে প্যারোলে মুক্তি পেয়েছিল সে।

প্যারোলে থাকাকালীন সময়ে তার উপরে নির্দেশিকা ছিল যে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটার মধ্যে তাকে আনসারিকে উপস্থিতি জানান দিতে আগ্রিপদা থানায় হাজির হতে হবে। বৃহস্পতিবার সে সময়মতো থানায় হাজিরা দেয়নি। এরপর বিকেল নাগাদ ছেলে জায়েদ আনসারি থানায় এসে জানায় বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের অভিযোগও দায়ের হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে নামজ পড়ার জন্য বাড়ি থোকে বেরিয়ছিল আনসারি তারপর আর ফেরেনি। তার মোবাইল ফোনও আনরিচেবল অবস্থায় রয়েছে। এই তথ্য পেয়েই আগ্রিপদা থানার তরফে পুলিশ কন্ট্রোল রুম ও এটিএস-কে সজাগ করে দেয়। আনসারি হল সেই লোক যে পাকিস্তানে গিয়ে জঙ্গিবাদের প্রশিক্ষণ নিয়ে এসেছে। জয়পুরের ভয়াবহ বিস্ফোরণ, আজমেড় বিস্ফোরণ ও মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত সে। আরও পড়ুন-Ratan Tata: ভারতকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয়, নরেন্দ্র মোদির সমর্থনে রতন টাটা

কীভাবে বোমা বানাতে হয় তা শেখানোর জন্য সিমি, ভারতীয় মুজাহিদিন –এর মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জালিস আনসারির যোগাযোগ রয়েছে। ৯/১১ মুম্বই হামলার পরিপ্রেক্ষিতে এনআই জালিসকে জেরাও করেছে। ২০১১১-তে সেই জেরাপর্ব চলে বলে জানা গিয়েছে।