Aamesha Patel (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ এপ্রিল: বয়স তাঁর ৫০ ছুঁই ছুঁই। ৪৯-এ র কোটায় দাঁড়িয়ে আমিশা (Aamesha Patel) যেন আগুন ছড়ালেন। দুবাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়ে 'সেক্সি' আমিশা প্যাটেল নিজের স্টাইলে অনুরাগীদের কুপোকাত করে দেন। যেখানে একেবারে অন্যরকম পোশাক পরে এক  জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন আমিশা প্যাটেল। বলিউড অভিনেত্রীকে দেখে তাঁর অনুরাগীরা কার্যত চোখ ফেরাতে পারছিলেন না। যেমন তাঁর সৌন্দর্য, তেমনি তাঁর উষ্ণতা। শরীরের ফাঁক দিয়ে যখন বক্ষ যুগল উঁকি দিতে শুরু করে, আমিশাকে দেকে আপ্লুত তাঁর অসংখ্য অনুরাগী।  আমিশা প্যাটেলের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

দেখুন আমিশা প্যাটেলের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Ameesha Patel's Sexy Video: শরীরে ভাঁজে উষ্ণতা, বলিউডে সিংহাসন হারিয়েও 'সেক্সি' ছবিতে বাজিমাত আমিশা প্যাটেলের, দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত কাহো না প্যার হ্যায় দিয়ে বলিউডে পা রাখেন আমিশা প্যাটেল। প্রথম ছবিতে তিনি যখন হৃতিক রোশনের সঙ্গে জুটি বেধে বি টাউনে পা রাখেন, তাঁকে অবিরাম ভালবাসা দেন দর্শকরা। আমিশার প্রথম ছবি, দর্শককুলের মনে দাগ কেটে যেতে শুরু করে।

কাহো না প্যার হ্যায়-এর পর বহু ছবি করেছেন আমিশা প্যাটেল। হালফিলে গরদ টু। কাহো না প্যার হ্যায়-এর মত করে আর দর্শকের মনে গাদ কাটতে পরেননি নায়িকা।