MS Dhoni. (Photo Credits: X)

লখনৌ, ১৪ এপ্রিল: ৪৩ বছরের মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) তাঁর পুরনো ভূমিকায়। আরও একবার ফিনিশার ধোনি জেতালেন চেন্নাই সুপার কিংস-কে। সোমবার লখনৌয়ে ঋষভ পন্থের দলকে (LSG vs CSK) সিএসকে হারাল ৫ উইকেটে। ৩ বল বাকি থাকতেই জিতলেন ধোনিরা। একানা স্টেডিয়ামে জিততে হলে ১৬৭ রান করতে হবে, এই শর্তে ব্যাট করতে নেমে চেন্নাই ১১১ রানে ৫ উইকেট হারিয়ে বেজায় চাপে পড়ে গিয়েছিল। কিন্তু কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে শিবম দুবে-কে নিয়ে আরও একবার হলুদ জার্সির উদ্ধার কর্তা হলেন ক্যাপ্টেন কুল।

ধোনি-দুবের দুরন্ত পার্টনারশিপ

১১ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে চলতি আইপিএলের দ্বিতীয় জয় এনে দিলেন ধোনি। ৩৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখলেন শিবম দুবে। ধোনি এদিন একটি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি মারলেন। আরও পড়ুন-

ফিনিশার ধোনির জাদু

দারুণ জয় চেন্নাইয়ের

শার্দুলের খারাপ বোলিংয়ে ডুবলেন পন্থরা

ম্যাচের ১৯ তম ওভারে শার্দুল ঠাকুরের জঘন্য বোলিংয়ে ডুবলেন পন্থ-রা। ষষ্ঠ উইকেটে ধোনি-দুবে-র অবিচ্ছদ্য ২৭ বলে ৫৭ রানের পার্টনারশিপটাই জয়-পরাজয়ে বড় ব্যবধানে গড়ে দিল। বৃথা গেল ফর্মে ফিরে ঋষভ পন্থের ৪৯ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস।