
জল্পনার অবসান। না, দেশের হয়ে খেলা মুম্বইয়ের তারকা ব্যাটার পৃথ্বী শ (Prithvi Shaw)-র শিঁকে ছিড়ল না। Chennai Super Kings)। ঋতুরাজের জায়গায় চলতি মরসুমে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন এমএস ধোনি। ঋতুরাজের পরিবর্তে হিসেবে দেশের হয়ে খেলা মুম্বইয়ের পৃথ্বী শ-কে নিতে পারেন ধোনিরা এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। ক'মাস আগে মেগা নিলামে পৃথ্বী-কে কোন ফ্র্যাঞ্চাইজি দলে নিতে আগ্রহ দেখায়নি। অথচ ২৫ বছরের পৃথ্বীর অতীতের রেকর্ড ঈর্ষণীয়। কিন্তু তাঁর ফিটনেস, ফর্ম ও শৃঙ্খলাজনিত সমস্যার কারণেই তাঁকে এড়িয়ে চলছে সব ফ্র্য়াঞ্চাইজি। এমন সময় ঋতুরাজের চোটে পৃথ্বী-র কাছে আচমকা একটা বড় সুযোগ চলে আসত। কিন্তু না, ধোনিরা তাঁর জন্য দরজা খুলল না।
ঋতুর পরবির্তে কে
ঋতুরাজের পরিবর্তে সিএসকে-র স্কোয়াডে নেওয়া হল মুম্বইয়ের ১৭ বছরের মারকুটে ব্যাটার-অলরাউন্ডার আয়ুষ মাতরে (Ayush Mhatre)-কে। চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে আয়ুষ ১৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। গত বছরই তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল। মুম্বইয়ের জার্সিতে ১৬টি ম্যাচ খেলেই সরাসরি একবারে আইপিএলে ধোনির দলে খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন মুম্বইয়ের ১৭ বছরের আয়ুষ।
জাম্পার বদলে কে
এদিকে, সান রাইজার্স হায়দরাবাদের অজি তারকা স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। জাম্পার পরিবর্তে প্যাট কামিন্সদের সংসারে ঢুকছেন কর্ণাটকের বাঁ হাতি ব্যাটার সামরন রবিচন্দ্রন। তাঁকে ৩০ লক্ষ টাকায় দলে নিল সান রাইজার্স।