বাংলা ক্যালেন্ডারের ১৪৩১ শেষ হয়ে শুরু হতে চলেছে ১৪৩২। আর তার প্রথম দিনটি পড়েছে আগামীকাল ১৫ এপ্রিল (ইংরেজি ক্যালেন্ডার অনুসারে) । তাই রাত পেড়িয়ে সকাল থেকেই নতুন জামা পড়ে, জাঁকিয়ে খাবার দাবার সাজিয়ে পয়লা বৈশাখ (Bengali Pohela Boishakh Wishes) উপভোগ করতে চলেছে বাঙালি।পয়লা বৈশাখের ইতিহাস বলছে পয়লা বৈশাখ মূলত কৃষিকাজ উদযাপন ঘিরে পালন শুরু হয়েছিল। মুঘল আমলে চৈত্র মাসের কর মিটিয়ে নতুন বছর উদযাপন শুরু করত বাঙালি। পরবর্তীকালে এই পয়লা বৈশাখ দিনটি বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। এদিন সাংস্কৃতিক নানান চর্চার মধ্যে দিয়ে বাঙালি পয়লা বৈশাখ (Bengali Pohela Boishakh Wishes In Bengali) পালন করে। তবে এই দিনটিতে সবচেয়ে বেশি আনন্দের জায়গা দখল করে থাকে, নতুন জামা, আর কবজি ডুবিয়ে ভুরি ভোজ!

বর্ষবরণের আগে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) আপনাদের জন্য নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে নিন পরিবার ,পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে। আর বাড়িতেই আনন্দ করে নতুন বছরের আগমন করে নিন।