মুর্শিদাবাদের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস-কে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। হিংসার আতঙ্কে পালিয়ে এসে মালদহে ভাগরথী নদীর ধারে কিছু পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন। সেই বিষয় নিয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন বালুরঘাটের সাংসদ-মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি। মুর্শিদাবাদের হিংসার বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে কিছু বিষয় নিশ্চিত করার দাবি জানান। রাজ্যপালকে দেওয়া চিঠিতে সুকান্ত লেখেন, ১) এলাকায় দ্রুত শান্তি ফেরানোর জন্য রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয় সাধন, ২) ঘরছাড়াদের দ্রুত ঘরে ফিরিয়ে আনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, ৩) এই জঘন্য অপরাধ, হিংসায় অপরাধীদের খুঁজতে বিচারবিভাগীয় তদন্ত। বাংলায় বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাও বলেন সুকান্ত।

রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)