Waqf Act Protests in Bhangar (Photo Credits: X)

মুর্শিদাবাদের (Murshidabad Violence) পর এবার দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড় (Bhangar)। ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Bill) প্রতিবাদে ভাঙড় বিক্ষোভের আগুন জ্বলল। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ভাঙচুর করল পুলিশের গাড়ি, জ্বালিয়ে দিল পুলিশকর্মীদের বাইক। সোমবার তাণ্ডব চলল বাসন্তী হাইওয়েতে।

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) কর্মীদের দাবি, নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে তাঁরা এদিন রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু বাসন্তী হাইওয়ের উপর পুলিশ তাঁদের পথ আটকায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ (ISF) কর্মীরা। চড়াও হয় পুলিশের উপর। বিক্ষোভকারীরা পুলিশের উপর পাথর ছুঁড়তে শুরু করেন। পুলিশের বাইকে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ ভ্যান, গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ কর্মীদের সঙ্গে চলে ধ্বস্তাধস্তি। রাস্তার উপর অবরোধে বসেন আইএসএফ কর্মীরা। মাইকিং করে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা ফাঁকা করতেই বললেও তাঁরা তা করেননি। ক্রমে যানজট তৈরি হয় বাসন্তী হাইওয়েতে।

জ্বলছে পুলিশের বাইক, ভাঙচুর করা হয়েছে পুলিশ ভ্যানঃ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার লাঠি হাতে মাঠে নামে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ (Lathi-Charge)। নামানো হয়েছে র‍্যাফ। ঘটনাস্থল থেকে উত্তেজনার নানা ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জঃ

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জ্বলতে থাকা মুর্শিদাবাদের পরিস্থিতি কিছুটা ঠাণ্ডা হয়েছে। হাইকোর্টের নির্দেশে সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। নবাবের শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়তেই এবার তেতে উঠল দক্ষিণ ২৪ পরগণা।