এক দশকেরও বেশি সময় বাংলার কোন ছবিতে দেখা যায়নি শর্মিলা ঠাকুরকে (Sharmila Tagore)। ১৪ বছর পর 'পুরাতন'এর (Puratawn) হাত ধরে বাংলা চলচ্চিত্র জগতে জমকালো প্রত্যাবর্তন করলেন প্রবীণ অভিনেত্রী। লম্বা বিরতির পর মায়ের এই ফিরে আসাকেই উদযাপন করছেন মেয়ে সোহা আলি খান (Soha Ali Khan)। লিখলেন মিষ্টি একটি বার্তা।
রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'পুরাতন'এর শুটিং সেট থেকে মা শর্মিলা ঠাকুরের কিছু ছবি শেয়ার করেন সোহা। সেখানে তিনি লেখেন, 'প্রায় দু দশক পর বাংলা সিনেমায় মায়ের দুর্দান্ত প্রত্যাবর্তন উদযাপন করছি। কারণ একসময় আমায় কেউ বলেছিলেন, আমাদের কাছে শর্মিলা ঠাকুর কোনও ব্যক্তি নন, তিনি একটি আবেগ'।
বাংলা চলচ্চিত্রে শর্মিলা ঠাকুরের প্রত্যাবর্তন উদযাপন ছোট মেয়ে সোহারঃ
View this post on Instagram
১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'পুরাতন' (Puratawn)। ছবিতে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), প্রমুখ। নববর্ষের আগেই বাঙালির জন্য একফালি উপহার এনেছেন পরিচালক সুমন ঘোষ। ইতিমধ্যেই দু-দুটি আন্তর্জাতিক পুরস্কার এসেছে পুরাতন-এর ঝুলিতে। হিউস্টনের ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 'পুরাতন'। এছাড়া ওয়াশিংটন ডিসি দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র উৎসবেও সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে সুমনের ছবি। এই ছবির জন্যে ওয়াশিংটন ডিসি দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মান পান শর্মিলা ঠাকুর।
আবেগতাড়িত জ্যেষ্ঠ কন্যা সাবাওঃ
View this post on Instagram
মায়ের ছবির রিভিউ শেয়ার করেছেন শর্মিলা ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা সাবা আলি খান (Saba Aii Khan)। লিখলেন, চমৎকার, অসাধারণ। সুমন পরিচালিত ছবি 'পুরাতন' শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা, ইন্দ্রনীল এবং বৃষ্টির মিশেলে একটি সুন্দর গল্প তৈরি করেছে। যা আপনাকে আবেগতাড়িত করবে। মনকে গভীরভাবে নাড়া দেবে।