Donald Trump (Photo Credit: Instagram)

Donald Trump's Medical Results: তার একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, গোটা বিশ্ব টলমল। কিন্তু মার  হু-য়ের থেকে সরে যাওয়া থেকে, ন্যাটোর থেকে মুখ ঘুরিয়ে রাখা, ইউক্রেনের সঙ্গে সম্পর্কে ইউ টার্ন নিয়ে কার্যত রাশিয়ার পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald trump)। তবে ট্রাম্পের (Trump) যে সিদ্ধান্তটা সবচেয়ে বেশী গোটা বিশ্বকে নাড়িয়েছে তা হল ট্যারিফ বা শুল্ক। ভারত, বাংলাদেশ সহ গোটা বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক চাপিয়ে ট্রাম্প গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন। বিতর্কিত প্রেসিডেন্ট ট্রাম্পই এখন গোটা বিশ্ব রাজনীতির সবচেয়ে হেভিওয়েট তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু জানতে ইচ্ছা হয় হেভিওয়েট ট্রাম্পের ওজন ঠিক কত!

ট্রাম্পের দেহের ওজন কত

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর সরকারীভাবে প্রথমবার ট্রাম্পের শারীরিক পরীক্ষা হয়। হোয়াইটহাউস থেকে প্রকাশিত ট্রাম্পের হেল্থ রিপোর্ট অনুযায়ী এখন মার্কিন প্রেসিডেন্টের দেহের বর্তমান ওজন ২২৪ পাউন্ড বা ১০১ কিলো ৫০০ গ্রাম। ট্রাম্পের উচ্চতা ৭৫ ইঞ্চি।

ট্রাম্পের হেল্থ রিপোর্ট

 

ট্রাম্পের শরীর কেমন আছে

৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টের চোখ, কান, গলা, ত্বক, ঘাড়, হার্টের শারীরিক পরীক্ষা করা হয়েছে। ক মাস আগে পেনসিলভিনিয়ার সভায় আততায়ী হামলায় ট্রাম্পের কানের একটা অংশে ক্ষতি হয়েছিল। ট্রাম্পের কোভিডও হয়েছিল। তবে কিছু সমস্যা ছাড়া প্রেসিডেন্ট একেবারে ফিট আছেন বলে জানিয়েছে হোয়াইটহাউস।