
এবার এক মজার ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী আভা পল । সাধারণত বিভিন্ন হট লুকের ছবি বা ভিডিও পোস্ট করেন। কিন্তু এবার একেবারে অন্য একটি রিল পোস্ট করেছেন।তার পোস্টটি অভিনেত্রী গেহেনা বশিষ্ঠ এবং সিমরান কর কে মেনশন করেছেন। পোস্টে লিখেছেন তুমিও কি আজকাল এটা করো? APT গানের সঙ্গে এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওটা দেখা যাচ্ছে এই দুই অভিনেত্রী অন্ধকারের মধ্যে একটি গেট টপকে বাইরে বের হচ্ছেন। সেখানে উল্লেখ সময় ভোর তিনটে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন ভোর তিনটের সময় বাড়ি থেকে বের হচ্ছেন। তবে কোথায় যাচ্ছেন কি উদ্দেশ্যে যাচ্ছেন তা উল্লেখ নেই। একেবারে ঘরোয়া পোশাকে তাদের বাইরে বের হতে দেখা যাচ্ছে।
আধুনিক হোক বা ভারতীয় সাজ -বোল্ড হট ও সেক্সি লুকের জন্য জনপ্রিয় আভা পল। সোশ্যাল মিডিয়াতেও হট ও সেক্সি লুকের জন্যই খুব জনপ্রিয় আভা। প্রায় প্রতিদিনই অ্যাক্টিভ থাকতে দেখা যায় আভাকে। নিয়মিত নতুন নতুন লুকের ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি। সাধারণত আধুনিক লুকে দেখতে পাওয়া গেলেও বিভিন্ন উৎসব বা ফটোশুটের জন্য ভারতীয় সাজেও দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে।
অভিনেত্রী আভা পল সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই খুব সহজেই তা ভাইরাল হয়ে যায়, তার প্রতিটি পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা।
২০১৩ সালে কামসূত্র থ্রিডি ছবিতে প্রথমবার দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী আভাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশিরভাগ সময় বোল্ড লুকেই দেখতে পাওয়া যায় আভাকে। অভিনেত্রী আভা পল তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সাধারণত পোস্ট করেন ফ্যাশন সম্পর্কিত ছবি, রিল বা ভিডিও এবং তার যেকোনও পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা।