চণ্ডিগড়, ১৪ এপ্রিল: PBKS vs KKR, IPL 2025: নয়া চণ্ডিগড়ের মুল্লানপুরের নয়া স্টেডিয়ামে কেকেআর-এর প্রতিপক্ষ পঞ্জাব কিংস। এতদিন আইপিএলে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচ হলেই বলা হত, শাহরুখ খান বনাম প্রীতি জিন্টার কথা। তবে বীর-জারা ম্য়াচের দ্বৈরথের কেন্দ্রবিন্দু বদলে গিয়েছে। গতবার নাইট রাইডার্সকে কাপ এনে দিয়ে স্বইচ্ছায় দল ছেড়েছেন শ্রেয়স আইয়ার। এরপর শ্রেয়সকে ২৫ কোটি টাকায় দলে নেন প্রীতি জিন্টা। পরে প্রীতির দলের অধিনায়ক হন শ্রেয়স আইয়ার। কেকেআর-কে কাপ এনে দেওয়া অধিনায়ক শ্রেয়সই এবার নাইটদের প্রতিপক্ষ।
শ্রেয়স আইয়ার বনাম নাইট রাইডার্স
শ্রেয়স বনাম নাইট ম্যাচ দু দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। শুরুটা দারুণ করলেও পা পিছলে শ্রেয়স আইয়ার-রা পয়েন্ট তালিকায় নিচের দিকে চলে গিয়েছে। যদিও এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি হাঁকানো প্রিয়াঙ্কাশ আরিয়া, শ্রেয়স আইয়ারের স্বপ্নের ফর্মে, শেষের দিকে মার্কোস স্টোয়নিসের অবিশ্বাস্য স্লগ হিট পঞ্জাবকে এবারের আইপিএলে বিপজ্জনক দল বানিয়েছে। আরও পড়ুন-IPL 2025: এখান থেকে প্লে অফের ব্যাপারে কারা কারা ফেভারিট
ধারাবাহিকতার খোঁজে নাইটরা
অন্যদিকে, একটা ম্যাচে দারুণ জয়ের পর, পরের ম্যাচে করুণ হারে চরম ধারাবাহিকতার অভাবে ভোগা নাইটরা চাইছে এবার ধারাবাহিকতা ধরে রেখে জেতাটা অভ্যাসে পরিণত করা।
দেখা যাক কাল, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কেমন হতে পারে কলকাতা ও পঞ্জাবের প্রথম একাদশ-
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ-
কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মইন আলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা।
(ইমপ্যাক্ট সাব- রঘুবংশী অঙ্গকৃশ/অঙ্কুল রায়)
পঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ-
প্রিয়াঙ্কাশ আরিয়া,প্রভসিমরন সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টোয়নিস, শশাঙ্ক সিং, লোকি ফার্গুসন, মার্কো জেনসেন, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
(ইমপ্যাক্ট সাব- যশ ঠাকুর।)