MI Vs KKR (Photo Credit: X@IPL)

পার্থ প্রতিম চন্দ্র: IPL 2025 Updated Point Table: চলতি আইপিএলে (IPL 2025) লিগ পর্যায়ে অর্ধেক খেলা শেষের পথে। লিগ পর্যায়ে প্রতিটি দল ১৪টি করে ম্য়াচ খেলবে। সেখানে অধিকাংশ দলই এখনও পর্যন্ত (রবিবার, ১৩ এপ্রিল) ৬টি করে ম্যাচ খেলে ফেলেছে। শুধুমাত্র দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস পাঁচটি করে ম্য়াচ খেলেছে। এখন থেকেই জমে উঠতে শুরু করবে প্লে অফে ওঠার লড়াই।

চলতি আইপিএলে মোটের ওপর দেখা গিয়েছে দিল্লি ও গুজরাট বেশ ভাল খেলছে। বেঙ্গালুরু ও লখনৌও ভাল খেলছে। ধারাবাহিকতার অভাব দেখা গেলেও কলকাতা নাইট রাইডার্সের ভাল কিছু করার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে হতাশ করছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস (৫টা খেলে ৪টি হার)। রাজস্থান রয়্যালস, সান রাইজার্স হায়দরাবাদ ইতিউতি জ্বলে উঠলেও এখনও ছন্দ পায়নি। পঞ্জাব, মুম্বই দুটি দারুণ জয় পেলেও এখনও নজরকাড়া পারফরম্যান্স নেই।

কত পয়েন্ট পেলে প্লে অফে ওঠা যায়

প্রায় প্রতি আইপিএলেই দেখা যায় ১৪-র বেশী পয়েন্ট পেলে সাধারণত প্লে অফে ওঠা যায়। গতবার আইপিএলে লিগ তালিকায় চারটি দল ১৪ পয়েন্টে শেষ করেছিল। কিন্তু নেট রানরেটে বাকিদের টেক্কা দিয়ে ১৪ পয়েন্ট পেয়েও চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করেছিল আরসিবি। সেখানে চেন্নাই, দিল্লি, লখনৌ-১৪ পয়েন্টে লিগের খেলা শেষ করলেও প্লে অফে উঠতে পারেনি। সেখানে কেকেআর ২০ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে প্লে অফে উঠেছিল। দুই ও তিনে থেকে প্লে অফে উঠেছিল সান রাইজার্স (১৭ পয়েন্ট) ও রাজস্থান রয়্যালস (১৭ পয়েন্ট)।

চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে

১) গুজরাট টাইটন্স: ৮ পয়েন্ট ( ৬ ম্যাচে)

শুবমন গিলের গুজরাট নজরকাড়া ক্রিকেট খেলছে। বোলিং ইউনিট আরও একটু ধারাবিহাক হলে গিলরা সহজেই প্লে অফে উঠতে পারেন।

২) দিল্লি ক্যাপিটালস: ৮ পয়েন্ট ( ৫ ম্যাচে)

মুম্বইয়ের বিরুদ্ধে হ্য়াটট্রিক রান আউটে হেরে চলতি আইপিএলে প্রথমবার ধাক্কা খেয়েছে দিল্লি। তবে অক্ষর প্য়াটেলের দল যা খেলছে, আর দলটার যা ভারসাম্য তাতে এবার তারা প্লে অফে না উঠলে অঘটন বলতে হবে। অন্তত তাদের প্রথম পাঁচটা ম্যাটের পারফরম্যান্স তাই বলছে।

৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৮ পয়েন্ট ( ৬ ম্যাচে)

বিরাট কোহলি-রা ছন্দ খুঁজে পাচ্ছেন। তবে দলের বোলারদের আরও দায়িত্ব নিতে হবে।

৪) লখনৌ সুপার জায়েন্টস: ৮ পয়েন্ট ( ৬ ম্যাচে)

ঋষভ পন্থ নিজে ফর্মে নেই। কিন্তু দল ভাল খেলছে। তবে এবার এখান থেকে প্লে অফে উঠতে হলে অধিনায়ক পন্থ-কে ফর্মে ফিরতেই হবে।

৫) কলকাতা নাইট রাইডার্স: ৬ পয়েন্ট ( ৬ ম্যাচে)

দারুণ তিনটি ম্যাচে জিতলেও ধারাবাহিকতার চূড়ান্ত অবাব। একদিন দারুণ জয়ের পর, পরদিন করুণ হার। এভাবে চললে শেষের দিকে সমস্যায় পড়তে হবে। তবে আজিঙ্কা রাহানের দলের প্লে অফে ওঠার ক্ষমতা রয়েছে।

৬) পঞ্জাব কিংস: ৪ পয়েন্ট (৫ ম্যাচে)

দারুণ দল। অধিনায়ক শ্রেয়স আইয়ার অনবদ্য খেলছেন। কিন্তু প্রীতি জিন্টার দলের বোলাররা ডোবাচ্ছেন।

৭) মুম্বই ইন্ডিয়ন্স: ৪ পয়েন্ট (৬ ম্যাচে)

আম্বানিদের হাইপ্রোফাইল দলে সেই জমাট ভাবটা এখনো চোখে পড়ছে না। রোহিত শর্মার আমলে মুম্বইয়ে নীল জার্সির মধ্যে যে খিদেটা নজরে পড়ত, সেটা এখনও হার্দিক পান্ডিয়া তৈরি করতে পারেননি। তবে সূর্যকুমার যাদব থেকে জশপ্রীত বুমাররা মত ক্রিকেটাররা যে দলে থাকেন, তারা শেষের দিকে পরপর ম্য়াচে জিতে প্লে অফে উঠে যেতে পারেন।

৮) রাজস্থান রয়্যালস: ৪ পয়েন্ট ( ৬ ম্যাচে)

দারুণ দল। কিন্তু দলটা মোক্ষম সময়ে স্নায়ুর লড়াইয়ে হারছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে সঞ্জুকে স্পেশাল কিছু করতে হবে।

9)  সান রাইজার্স হায়দরাবাদ: ৪ পয়েন্ট ( ৬ ম্যাচে)

রেকর্ড রান করছে। রেকর্ড রান তাড়া করে জিতেছে। তবু চলতি আইপিএলে ৬টি খেলে ৪টি-তেই হার। বেশ খারাপ বোলিং। বোলিং উন্নতি না হলে এখান থেকে প্য়াট কামিন্সের দলের প্লে অফে ওঠা কঠিন।

১০) চেন্নাই সুপার কিংস: ২ পয়েন্ট ( ৬ ম্যাচে)

দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। ঋতুরাজ গায়কোয়েড়ের চোটের পর ৪৩ বছরের ধোনির ওপরেই এখান থেকে দলকে প্লে অফে তোলার দায়িত্ব। সেটা করতে হলে চেন্নাইকে তাদের আগামী ৮টি ম্যাচের মধ্যে অন্তত ৭টি-তেই জিততে হবে। ধোনি নেতৃত্বে আছেন বলেই মিরাক্যালের আশায় চেন্নাইয়ের সমর্থকরা।

কাদের প্লে অফে ওঠার সম্ভবনা কতটা-

১) দিল্লি (৭৫ শতাংশ),২) গুজরাট (৭০ শতাংশ), ৩) বেঙ্গালুরু (৬০ শতাংশ), ৪) লখনৌ (৬০ শতাংশ), ৫) কলকাতা (৫৮ শতাংশ), ৬) পঞ্জাব (৫০ শতাংশ), ৭) মুম্বই (৫০ শতাংশ), ৮) রাজস্থান (৩৫ শতাংশ), ৯হায়দরাবাদ (৩২ শতাংশ), ১০) চেন্নাই (২৫ শতাংশ)