লিফটে আটকে দম্পতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ চলতে চলতে মাঝপথে বন্ধ লিফট(Lift)। ২০ দিনের সদ্যজাতকে (New Born) নিয়ে টানা ৪০ মিনিট লিফটের মধ্যে আটকে দম্পতি (Couple)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)দম্পতির ভয়াবহ অভিজ্ঞতার ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের 'হরি অ্যাপার্টমেন্ট'-এ। সদ্যজাতকে নিয়ে লিফটে ওঠেন ওই দম্পতি। আর তখনই আচমকা মাঝপথে আটকে যায় লিফটটি।  লিফট আটকে যাওয়ায় ওই স্থানে জড়ো হন ওই আবাসনের অন্যান্য আবাসিকরা। অনেক চেষ্টা করেও কিছুতেই চালানো যায়নি লিফট। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে সদ্যজাত-সহ ওই দম্পতিকে বন্ধ লিফট থেকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ ফাস্ট্যাগ শেষ, জরিমানা চাওয়ায় টোল প্লাজার কর্মীকে বেধড়ক মারধর, ভাইরাল গাড়ির যাত্রীদের কীর্তি

লিফটের মধ্যে সদ্যজাতকে নিয়ে আটকে পড়লেন দম্পতি, পুলিশ এসে বাঁচাল প্রাণ, ভাইরাল ভিডিয়ো