সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ শেষ হয়ে গিয়েছে ফাস্ট্যাগের (Fastag)মেয়াদ। তাই জরিমানা চাওয়ায় টোল প্লাজার (Toll Plaza)কর্মীকে বেধড়ক মারধর। সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল (Viral) ওই ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে দিল্লি-লখনউ জাতীয় সড়কের ছিঝারসি টোল প্লাজায়। মোরাদাবাদ থেকে নয়ডার দিকে আসছিল গাড়িটি। পথে ওই টোল প্লাজায় দাঁড়ায় গাড়িটি। চেক করা দেখা যায় ওই গাড়িটির ফাস্ট্যাগের আওতার বাইরে। এরপরই গাড়ি চালককে জরিমানা সহ পুরো টাকাটা দেওয়ার অনুরোধ জানান টোল প্লাজার কর্মী। আর এরপরই ওই কর্মীর উপর চড়াও হন গাড়ির যাত্রীরা।

কর্মীকে মারধর, ভাইরাল টোলপ্লাজার ভিডিয়ো

গাড়ি থেকে নেমে সোজা টোল প্লাজার কাউন্টারে ঢুকে মারধর শুরু করেন ওই ব্যক্তিতে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, প্রথমে ওই ব্যক্তিকে আক্রমণ করেন দুই মহিলা। বেধড়ক মারধর করা হয় ওই ব্যক্তিকে। এরপর এক যুবক এসে ফের মারধর করেন ওই কর্মীকে। তারপর সেখান থেকে পালায় তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মহিলা সহ ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছ পুলিশ।

আরও পড়ুনঃ