ভারতীয় রেল/ প্রতীকী ছবি (Picture Credits: PTI)

নতুন দিল্লি, ২২ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার ট্রেন চলানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। শুধুমাত্র চলবে মালগাড়ি। আজ রেলের তরফে একথা জানানো হয়েছে। আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা মেট্রোও। আজ রেলের তরফে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত দূরপাল্লার মেল/এক্সপ্রেস, ইন্টারসিটি ও প্যাসেঞ্জার ট্রেন আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। রেলের তরফে আরও জানানো হয়েছে, আগের নির্দেশ অনুযায়ী শহরতলির ট্রেন ও কলকাতা মেট্রো রেল আজ মধ্যরাত পর্যন্ত ন্যূনতম পরিষেবা দেবে। তবে আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। আজ ভোর ৪টে পর্যন্ত যে ট্রেনগুলি যাত্রা শুরু করেছে একমাত্র সেই ট্রেনগুলিকে গন্তব্যে যেতে দেওয়া হবে। তবে চলবে মালগাড়ি।

হোম কোয়ারান্টাইন না মেনে বেঙ্গালুরু-দিল্লি রাজধানী এক্সপ্রেসে সফর করেছেন এক দম্পতি। তাঁদের এক জনের হাতে বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনের ছাপ দেখে বাকি যাত্রীদের নজরে আসে বিষয়টি। তখনই ট্রেন থেকে নামানো হয় ওই দম্পতিকে। তবে এই প্রবণতা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক দিনে হোম কোয়ারান্টাইন ভেঙে ট্রেন সফরের একাধিক ঘটনা নজরে এসেছে রেল কর্তাদের। শনিবার তাই রেলের তরফে ঘোষণা করা হয়েছিল, "ট্রেনে কয়েক জন করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ পেয়েছে রেল। যার ফলে এ মুহূর্তে ট্রেন সফর বিপজ্জনক হতে পারে। তাই নিতান্ত প্রয়োজন না হলে ট্রেনযাত্রা বাতিল করুন। নয় তো আপনিও আক্রান্ত হতে পারেন। প্রয়োজনে সমস্ত যাত্রা পিছিয়ে দিন। যাতে আপনি ও আপনার প্রিয়জন সুস্থ থাকে।" আরও পড়ুন: Coronavirus Death Toll In India: করোনাভাইরাসে মৃত বেড়ে ৬, পটনার এইমসে মৃত্যু এক ব্যক্তির

রবিবারই ভারতীয় রেল বুকিং টিকিট বাতিল করার জন্য দ্রুত রিজার্ভেশন কাউন্টারে না আসতে যাত্রীদের বলেছিল। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং স্টেশন চত্বরে বিশাল ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই রেল বাতিল টিকিটের দাম ফেরত নেওয়ার সময়সীমা তিন মাস করেছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রেলের টিকিট বাতিল করলে একশো শতাংশ টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে রেল৷ ২১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ট্রেন সফর বাতিল হলে সেই টিকিটের পুরো দাম ফেরত দেবে রেল৷ টিকিট বাতিলের নিয়মের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে রেল৷ যাতে টিকিট বাতিলের জন্য অযথা হুড়োহুড়ি না করেন যাত্রীরা৷ বর্তমান নিয়ম অনুযায়ী, টিকিট বাতিলের ৭২ ঘণ্টার মধ্যে কাউন্টার থেকে তার দাম ফেরত নিতে হয়৷ কিন্তু করোনার জন্য সেই নিয়ম বদলে টিকিটের দাম ফেরত নেওয়ার জন্য তিন মাস পর্যন্ত সময় দিচ্ছে রেল৷