প্রতি বছর ৪ঠা ডিসেম্বর নৌ-সেনা দিবস হিসাবে উদযাপন করা হয়। সমগ্র জাতি ও ভারতীয় নৌ-বাহিনীর ইতিহাসে এই দিনটির অত্যন্ত তাৎপর্য রয়েছে। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে এই দিনটিতেই ভারতীয় নৌ-বাহিনী সাফল্য অর্জনে এক নির্ণায়ক সিদ্ধান্ত নিয়েছিল।এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন দেশজুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসুন জেনে নেওয়া যাক, ভারতীয় নৌবাহিনী দিবসের ইতিহাস ও তাৎপর্য।

কিন্তু কেন ৪ তারিখ পালিত হয় দিনটি? এর পিছনে আছে স্বাধীনতা পরবর্তী ভারতীয় সমর ইতিহাসের এক গৌরবময় ঘটনা। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় প্রথমবার ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের উপকূলে প্রবেশ করে সরাসরি যুদ্ধ করে। করাচি বন্দরে প্রথমবার অ্যান্টিশিপ মিসাইল দিয়ে ধ্বংস করে পাকিস্তানের একাধিক জাহাজ। এই অভিযানের নাম ছিল অপারেশন ট্রাইডেন্ট।

 

এই অভিযানে ছিল ভারতীয় নৌসেনার তরফে তিনটি যুদ্ধ জাহাজ। আইএনএস নিপাত, আইএনএস নির্ঘাত এবং আইএনএস বীর। এই তিন যুদ্ধ জাহাজ গুজরাটের ওখা বন্দর থেকে রওনা হয় পাকিস্তানের করাচি বন্দরকে লক্ষ্য করে। রাতের মধ্যে করাচি উপকূল থেকে ৭০ মাইল দূরে পৌঁছায় ভারতের এই তিন যুদ্ধ জাহাজ। মুহূর্তের মধ্যে অ্যান্টিশিপ মিশাইল দিয়ে ধ্বংস করে পাকিস্তানের পিএনএস খাইবার। পাশাপাশি ধ্বংস করে আরও বেশ কয়েকটি জাহাজ।

 এই বিশেষ অভিযানের জন্য ভারতীয় নৌবাহিনী সম্মানিত করে জয়ী যুদ্ধ জাহাজের সকল সেনা ও আধিকারিকদের। এই বিশেষ দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ৪ ডিসেম্বর পালিত হয় নৌসেনা দিবস।