Chaos Outside New India Co-operative Bank Branches (Photo Credit: X)

নয়া দিল্লি, ১৪ ফেব্রুয়ারিঃ নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের (New India Co-operative Bank) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। ব্যাঙ্কটির আর্থিক অবস্থা নিয়ে তৈরি হওয়া উদ্বেগময় পরিস্থিতির মাঝে আরবিআই নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ককে গ্রাহকদের ঋণ প্রদান করার উপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, গ্রাহকদের টাকা তোলার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার মুম্বই ভিত্তিক এই ব্যাঙ্কের উপর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক আরোপ করা নির্দেশ আমানতকারীদের উদ্বিগ্ন করে তুলেছে।

আরবিআই জানিয়েছে, আগামী ৬ মাসের জন্য ব্যাঙ্কটি কোনও ঋণ প্রদান করতে পারবে না। এমনকি আমানতকারীরাও তাদের জমানো পুঁজি তুলতে পারবেন না। শুক্রবার সকাল থেকে গ্রাহকেরা ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে না পারায় ক্ষোভে ফেটে পড়ছেন। নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রতিটা শাখায় গিয়ে ভিড় করেছেন উদ্বিগ্ন গ্রাহকেরা। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ব্যাঙ্কের বাইরে।

ব্যাঙ্কের বাইরে জড়ো হয়েছেন গ্রাহকেরাঃ

জমা রাখা অর্থ তুলতে না পেরে বেজায় চটেছেন গ্রাহকের দল। নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখার বাইরে সকাল থেকে দীর্ঘ লাইন পড়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপের ফলে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক এখন কোনো নতুন ঋণ দিতে পারবে না, নতুন আমানত গ্রহণ করতে পারবে না, এবং কোনো অর্থ পরিশোধও করতে পারবে না। এমনকি, ব্যাঙ্কটি তাদের কোনো সম্পত্তি বিক্রি করারও অনুমতি পাবে না। আরবিআই-এর এই নিষেধাজ্ঞার ফলে ব্যাঙ্কটির দৈনন্দিন কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গিয়েছে যার সরাসরি প্রভাব পড়েছে গ্রাহকদের উপর।