Mahakumbh 2025 Holy Water (Photo Credits: X)

প্রয়াগরাজ, ১৮ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) চলছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, মহাকুম্ভ (Mahakumbh 2025)। দেশ বিদেশের নানাপ্রান্ত থেকে ভক্তরা ধেয়ে আসছেন পুণ্যস্নানের জন্যে। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভের মেলায় এখনও অবধি ৫২ কোটির বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। এরই মাঝে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে জলের গুণমান নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সদ্য জাতীয় পরিবেশ আদালতে পর্ষদের তরফে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, প্রয়াগরাজে গঙ্গার জল স্নানযোগ্য নয়।

গত ১২ এবং ১৩ জানুয়ারি প্রয়াগরাজের গঙ্গার জল পরীক্ষা করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেই রিপোর্টে দেখা গিয়েছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড (বিওডি)-এর নিরিখে ওই জল স্নানের জন্যে উপযুক্ত নয়। নদীর জলে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে এও উল্লেখ, মহাকুম্ভের 'শাহী স্নানের' দিনগুলোতে পুণ্যার্থীদের ভিড়ের কারণে জলে ব্যাকটেরিয়ার পরিমাণ আরও বৃদ্ধি পায়।

স্নানযোগ্য নয় মহাকুম্ভের জলঃ

 

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক পরিষদের রিপোর্ট পাওয়ার পরেই উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। বুধবার, ১৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে এই বিষয়টি নিয়ে বিশদে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।