Aasif Sheikh (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ মার্চ: শ্যুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা আসিফ শেখ (Aasif Sheikh )। দেরাদুনে যখন 'ভাবিজি ঘর পর হ্যায়'-এর (Bhabiji Ghar Par Hain) শ্যুটিং হচ্ছিল, সেই সময় অসুস্থ হয়ে পড়েন আসিফ। মারপিটের দৃশ্যে অভিনয়ের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আসিফ। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডেকে আসিফের চিকিৎসা শুরু হয়। প্রাথমিকভাবে একটু ভাল অবস্থা হলে, সঙ্গে সঙ্গে আসিফ শেখকে মুম্বইতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। আপাতত মুম্বইয়ের একটি হাসপাতালেই পর্দার বিভূতি নারায়ণ-এর চিকিৎসা চলছে বলে সূত্রের খবর। তবে আসিফ শেখের পরিবারের তরফে যেমন এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি, তেমনি ভাবিজি ঘর পর হ্যায়-এর যে প্রযোজনা সংস্থা রয়েছে, সেখানকার তরফেও মুখে কুলুপ আঁটা হয়েছে। ফলে আসিফ শেখ এই মুহূর্তে কেমন আছেন, সে বিষয়ে সঠিক কোনও তথ্য এখনও মেলেনি।

২০১৫ সাল থেকে সম্প্রচারিত হচ্ছে ভাবিজি ঘর পর হ্যায়। জনপ্রিয় ধারাবাহিকের তকমা নিয়ে এই মেগা চলছে কয়েক বছর ধরে। এই সিরিয়ালের হাত ধরেই দর্শকদের কাছে পৌঁছে গিয়েছন আসিফ শেখ। তাঁর বিভূতি নারায়ণ চরিত্র, সংলাপ মন কেড়েছে দর্শকদের।

ভাবিজি ঘর পর হ্যায়-তে আসিফ শেখের সঙ্গে অভিনয় করছেন শুভাঙ্গী আত্রে, রোহিতসব গৌর, আসিফ শেখ এবং বিদিশ শ্রীবাস্তব। এর আগে শিল্পা শিন্ডে, সৌম্যা টন্ডনের মত একাধিক জনপ্রিয় অভিনেত্রীকে এই মেগায় দেখা যেত। তবে শিল্পার জায়গায় পরে আসেন শুভাঙ্গী আত্রে। অন্যদিকে মা হওয়ার আগে ভাবিজি ঘর পর হ্যায় থেকে বিভূতি নারায়ণের স্ত্রীর চরিত্র থেকে সরেন অভিনেত্রী সৌম্যা ট্যান্ডন।