ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে অন্যন্য দেশের কাছে ভারত একটি রোল মডেল। বুধবার এমনটাই জানালেন ইন্টারন্যাশন্যাল টেলিকমিউনিকেশনের জেনারেল সেক্রেটারি দুরেন বোগদান।
তিনি জানান, বিশ্বের ডিজিটাল পেমেন্ট সিস্টেম, স্টার্টআপ সিস্টেম এবং প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে ভারত একটি বড় জায়গা। প্রধানমন্ত্রীর মোদীর নেতৃত্বে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আধার, ইউপিআইয়ের প্রবর্তন মোড় ঘোরানেো পরিবর্তন এনেছে দেশে ।ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এরিয়ার অফিসের উদ্বোধনে এসে এমনটাই জানালেন তিনি।
ইউনাইটেড নেশনসের স্পেশালাইলজড এজেন্সী হল এই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। আজ যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্চ ২০২২ এ আইটিইউ এর অফিস তৈরির ক্ষেত্রে উপস্থাপক দেশ হিসেবে চুক্তি করে ভারত।
সেই পরিপ্রেক্ষিতেই আজ অফিসের উদ্বোধন করা হল। সম্পূর্ণ ভারতের খরচে তৈরি এই সংস্থার অফিস হবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিকস বিল্ডিং মেহেরৌলি, নিউ দিল্লিতে।
এই অফিসের মাধ্যমে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, ইরানের মধ্যে পারস্পরিক সহযোগীতা বৃদ্ধির পাশাপাশি এই দেশগুলির মধ্যে যৌথভাবে উন্নতির বিষয়ে কাজ করবে এই সংস্থা।
India is a role model for countries that are looking to digital transformation. India is home to one of the biggest startup ecosystems, digital payments market and tech workforce in the world. Under the vision and leadership of PM Modi, Digital India has put the country on… pic.twitter.com/hIBilwFkuD
— ANI (@ANI) March 22, 2023