Summer (Photo Credit: ANI)

দিল্লি, ২৯ মার্চ: গরম পড়তে শুরু করেছে পুরোদমে। এপ্রিল মাস থেকে শুরু হবে তাপপ্রবাহ (Heatwave)। চলবে মে মাসেও। অর্থাৎ এপ্রিল এবং মে, এই দুই মাস জুড়েই তাপপ্রবাহ চলবে। এমনই সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে। এপ্রিল থেকে মধ্য ভারতে তুমুল তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে মে মাস হতে পারে গোটা বছরের সবচেয়ে উষ্ণতম বলেও প্রাথমিকভাবে হাওয়া অফিসের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Heatwave: জল, ফল, সবজি খান, বিনা প্রয়োজনে ঘরের বাইরে নয়, তাপপ্রবাহের সতর্কতায় চূড়ান্ত সাবধান করলেন মন্ত্রী

ভারতের একাধিক জায়গায় যখন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়, সেই সময় শুক্রবার জম্মু কাশ্মীরে বৃষ্টি হবে বলে জানায় আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশেও বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে। পাশপাশি দিল্লিতেও আর কয়েক দিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলে অল্পসল্প বলে জানিয়েছে হাওয়া অফিস।