নতুন দিল্লি, ২৭ মে: কোভিড-১৯ টেস্ট কিটের প্রাইস ট্যাগ তুলে নিল আইসিএমআর (ICMR)। এই টেস্ট কিটের মূল্য ছিল সাড়ে চার হাজার টাকা। এদিন ট্যাগ তুলে নেওয়ার পর আইসিএমআর এর তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হয় বেসরকারি ল্যাবগুলির সঙ্গে আলাপ আলোচনা করে কোভিড-১৯ টেস্ট কিটের মূল্য নিজেদের মতো নির্ধারণ করে নিন। আগে যদিও টেস্ট কিটের দাম ঠিক হয়েছেল ৪ হাজার ৫০০ টাকা। তবে এখন আর সেই দামে টেস্ট কিট বিক্রি হবে না। যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কিট যাচ্ছে সেখানকার বাজারদরের সঙ্গে মানানসই দাম ঠিক করতে হবে। সরকারের তরফে বেসরকারি ল্যাব কর্তৃপক্ষের সঙ্গে আলোপ আলোচনা করে এই মূল্য নির্ধারণ করা হোক।
এই নয়া নির্দেশিকার ফলে রাজ্যসরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কিটের দামের ক্ষেত্রে এলাকার বেসরকারি ল্যাব কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষির সুযোগ পেল। বেসরকারি ল্যাব কোভিডের টেস্ট কিটের দাম চার হাজার ৫০০ টাকা ধার্য করেছিল। এই চড়া দামের কারণেই বেসরকারি ল্যাবে করোনা টেস্ট হচ্ছে না বললেই চলে। সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চ ও রাজ্য মিলিয়ে ভারতে করোনা টেস্টের জন্য সরকারি ল্যাব রয়েছে ৪২৮টি বেসরকারি ল্যাব রয়েছে ১৮২টি। আরও পড়ুন- Dutch PM Mark Rutte: করোনাভাইরাস জনিত লকডাউনে চলছে, মৃত মাকে শেষ দেখা দেখতে গেলেন না ডাচ প্রধানমন্ত্রী
ICMR writes to states/UTs on strategy for COVID19 testing&firming up price for RT-PCR test through pvt labs, states, "Earlier suggested upper ceiling for Rs4500 may not be applicable now&all state govts/UTs to negotiate with pvt labs&fix mutually agreeable prices for testing". pic.twitter.com/yrt4vfd32N
— ANI (@ANI) May 27, 2020
সোমবার আইসিএমআর এ ডিজি ডক্টর বলরাম ভার্গব এই মর্মে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন। কিট তৈরি শুরু হওয়ায় কোভিড-১৯ টেস্টের কিট সরবরাহের বিষয়টি অনেকটা সচল হয়েছে। মহামারী করোনার শুরু দিকে ভারত সরকারকে বিদেস থেকে কোভিড-১৯ টেস্টের কিট আমদানি করতে হচ্ছিল। এখন আর সেই অবস্থা নেই। দেশেই টেস্ট কিট তৈরি হচ্ছে। বিদেশ থেকে কিট আসার কারণে বিবেচনা করে সেই সময় বেসরকারি ল্যাবে জনপ্রতি কোভিড টেস্টের খরচ ধার্য হয়েছিল চার হাজার ৫০০ টাকা। ২৭ আইমে ২০২০ পর্যন্ত আইসিএমআর মোট ৩২ লক্ষ ৪২ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করে ফেলেছে।