বিগত কয়েকদিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ (Murshidabad)। ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমে যথেচ্ছ লুটপাট, ভাঙচুড় করেছে এক শ্রেণীর মানুষ। খুন হয়েছেন সাধারণ মানুষ, আহত হয়েছেন পুলিশকর্মীরা। রবিবার পরিস্থিতি শান্ত হলেও এদিন দেখা গিয়েছে অনেক মানুষই ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছেন। এদিকে গোটা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তীব্র বিরোধীতা করছে বিজেপি। রবিবার সকালে প্রতিবাদ মিছিল করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতারা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য ভারতী ঘোষের
এই প্রসঙ্গে বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, "রাবণের রাজ্য হয়ে উঠছে বাংলা। মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। নিরপরাধ মানুষদের খুন করা হচ্ছে, তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে চুড়ান্তভাবে অসফল। এটা ওনাকে মানতে হবেই"।
দেখুন ভারতী ঘোষের বক্তব্য
Kolkata, West Bengal: Regarding the violence during protests against the Waqf Amendment Act in Murshidabad, BJP leader Bharati Ghosh says, "West Bengal has become a land of the Ravans. The situation in Murshidabad is grim. Constant looting, arson, and murder are continuing..." pic.twitter.com/UMdhp9zok1
— IANS (@ians_india) April 13, 2025
পুলিশ প্রশাসনকে নিয়ে কড়া বার্তা ভারতী ঘোষের
পুলিশ প্রশাসন নিয়েও মন্তব্য করেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনও গোটা পরিস্থিতিকে সামাল দিতে ব্যর্থ। এদের আর মেরুদণ্ড নেই। শাসক দলের দালালে পরিণত হয়েছে পুলিশ। রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে"।